বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বেড়ে ওঠা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। সাকিব আল হাসানের রুমমেট ছিলেন হকি খেলোয়াড় ইমরান হাসান পিন্টু। তাই বিকেএসপি থেকেই হকির সঙ্গে মধুর সংযোগ সাকিবের। 

আজ সোমবার হকির অনুষ্ঠানে এসে সাকিব যেন ফিরে গেলেন সেই বিকেএসপির দিনগুলোতে। কেউ তার বন্ধু, কেউ বা তার অনুজ বা অগ্রজ। বিকেএসপির সাবেক বর্তমানদের সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন কয়েক দফায়।

বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে একটি ফ্রাঞ্চাইজি সাকিবের ই কমার্স প্রতিষ্ঠান মোনাক মার্ট। হকির অনুষ্ঠানে এসে সাকিব ফিরে গেছেন বিকেএসপির সেই দিনগুলোতে, ‘আমার রুমমেট ছিলেন হকির। জিমি ভাই, চয়ন ভাইদের অনেক খেলা দেখেছি। বিকেএসপিতে আন্তর্জাতিক অনেক হকি খেলা হতো। তখন দল বেঁধে খেলাও দেখেছি।’ অন্য অনেকের মতো সাকিবের লকারেও থাকত হকি স্টিক, ‘হকি খেলি না খেলি আমাদের সবারই লকারে থাকত হকি স্টিক।’

সাকিব যখন বিকেএসপিতে ছিলেন তখনও ফুটবল, হকির জনপ্রিয়তা এখনকার চেয়ে বেশি ছিল। ক্রিকেটার হয়েও সাকিব হকির জনপ্রিয়তা ফেরানোর চেষ্টা করছেন, ‘বাংলাদেশের অন্য অনেক খেলার তুলনায় হকির সম্ভাবনা ভালো। তাই একজন খেলোয়াড় হিসেবে আমি হকির উন্নয়নে চেষ্টা করছি।’

ফ্রাঞ্চাইজের মাধ্যমে বাংলাদেশের হকির পরিবর্তন সম্ভব বলে মনে করেন, ‘এই লিগ থেকে অবশ্যই কয়েকজন খেলোয়াড় বেরিয়ে আসবে। বাংলাদেশের হকির পজিশনও ভালো। আশা করি একদিন বিশ্বকাপও খেলবে বাংলাদেশ।’

সাকিবের কাজিন সাবেক জাতীয় ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল। সাকিব নিজেও ফুটবল পছন্দ করেন। হকির মতো ফুটবলেও আসবে কিনা সাকিবের প্রতিষ্ঠান এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কিছু দিন আগে গলফে সম্পৃক্ত হয়েছি। হকিতে হলাম। অ্যাথলেটিকস সহ অন্যান্য খেলাতেও ইচ্ছে রয়েছে।’

এজেড/এটি