এক বছরের বেশি সময়ের পর মেয়েরা আবার স্টিক নিয়ে হকি টার্ফে ফিরেছে৷ আজ থেকে ওয়ালটন মহিলা ডেভলপমেন্ট কাপ হকি শুরু হয়েছে। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। 

উদ্বোধনী বক্তব্যে ফেডারেশনের সভাপতি নারী হকি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, যারা ভালো খেলবে এবং সাধারণ কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে, তাদের আমরা বাংলাদেশ বিমানবাহিনীতে স্থায়ী চাকরি দিয়ে নিয়ে যাব। 

সভাপতির এমন বক্তব্যের পর উপস্থিত নারী খেলোয়াড়েরা উচ্ছ্বসিত হন। তারা হকি খেলতে চান, কিন্তু আর্থিক নিশ্চয়তা না থাকার কারণে পারিবারিক ও সামাজিকভাবে বাধার সম্মুখীন হন। সভাপতির বাণী তাদের নতুন আশার সঞ্চার করছে। 

আজ উদ্বোধনী খেলায় বাহফে লাল দল ২-০ গোলে বাহফে নীল দলকে পরাজিত করে। বাহফে লাল দলের পক্ষে নাদিরা পেনাল্টি কর্নার থেকে ও কনা আক্তার একটি ফিল্ড গোল করেন৷ আগামীকাল বাহফে সবুজ দল বাহফে হলুদের মোকাবিলা করবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার,  সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, মোহাম্মদ ইউসুফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হুমায়ুন ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা। এ সময়ে স্পন্সর প্রতিষ্ঠানের  নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন। 

এজেড