কেমন হলো ফ্র্যাঞ্চাইজি হকির দলগুলো
বাংলাদেশ হকির জন্য আজ একটি বিশেষ দিন। কারণ বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্টের নিলাম সম্পন্ন হয়েছে সোমবার। নিলামে দল বুঝে পেয়েছেন দেশি-বিদেশি খেলোয়াড়রা। প্রতিটি দলে ১৩ জন দেশি ও চার জন বিদেশি খেলোয়াড় রয়েছে। নিলামের বাইরে প্রতিটি দল একজন খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। সেই খেলোয়াড় ড্রাফটের বাইরেরও হতে পারবে।
রাসেল মাহমুদ জিমি, ইমরান হাসান পিন্টুর মতো সিনিয়র খেলোয়াড়দের নিয়েছে সাকিব আল হাসানের দল মোনার্ক মার্ট পদ্মা। এই দলের সঙ্গে যুক্ত সাবেক হকি তারকা ফয়সাল আহসানউল্লাহ বলেন, ‘এই দলটায় সিনিয়র খেলোয়াড় একটু বেশি। সিনিয়ররা অভিজ্ঞতা ব্যবহার করে পারফরম্যান্স করতে পারলে অবশ্যই ভালো ফলাফল সম্ভব।’
সাইফ পাওয়ারটেক খুলনায় সহকারি কোচ হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আশিকুজ্জামান। দলে আইকন খেলোয়াড় হিসেবে আছেন গোলরক্ষক বিপ্লব কুজুর। সামগ্রিকভাবে আশিক তার দল নিয়ে সন্তুষ্ট। তিনি বলেন, ‘ গোলরক্ষক সহ প্রতিটি পজিশনে আমরা খেলোয়াড় নিয়েছি। সামগ্রিকভাবে আমাদের দল ভারসাম্যপূর্ণ।’
বিজ্ঞাপন
রুপায়ন গ্রপের সহকারি কোচ মশিউর রহমান বিপ্লব গোলরক্ষক পজিশন নিয়ে খানিকটা আফসোস প্রকাশ করে বলেছেন, ‘গোলরক্ষক পজিশনে আমরা কিছুটা পিছিয়ে। এছাড়া অন্য পজিশনে ফাইট করার মতো অবস্থায় রয়েছি।’
মেট্রো এক্সপ্রেস বরিশালের সহকারী কোচ মওদুদুর রহমান শুভ জানান, ‘হকিতে নতুন দিনের সূচনা এটা। প্রায় সকল দলই কাছাকাছি মানের। মাঠে যারা ভালো করবে তাদেরই সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।’
বিজ্ঞাপন
ওয়ালটন গ্রপ ঢাকার সহকারী কোচ জাহিদ হাসান রাজু। তিনি তার দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে রাজু বলেন, ‘একটা নিয়মের ভিত্তিতে ক্যাটাগরি করে খেলোয়াড় নিয়েছে সবাই। ফলে এখানে শক্তিমত্তা সবারই প্রায় এক। বাকিটা নির্ভর করবে প্রস্তুতি ও কৌশলের উপর।’
২৮ অক্টোবর থেকে মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি হকি টুর্নামেন্ট। ছয়টি দল খুব শীঘ্রই অনুশীলন শুরু করবে। চারটি দল বিকেএসপিতে অনুশীলনের পরিকল্পনা করেছে। বাকি দুই দল ঢাকায়। ছয় দলের প্রধান কোচ আসবেন বিদেশ থেকে। তাদের দ্রুত সময়ে আনার চেষ্টা করছে হকি ফেডারেশন।
আজ রাজধানীর এক অভিজাত ক্লাবে দেশি-বিদেশি হকি খেলোয়াড়দের নিয়ে নিলাম অনুষ্ঠিত হয়। আইকন, এ প্লাস, এ, বি ও সি এই ক্যাটাগরিগুলোতে দেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আইকন খেলোয়াড়ের মূল্য নির্ধারিত হয়েছে পাঁচ লাখ, এ প্লাস চার লাখ, এ তিন লাখ, বি দুই ও সি এক লাখ টাকা।
এক নজরে সবগুলো দল-
একমি চট্টগ্রাম
রেজাউল করিম, দেভিন্দার ভালমিকি (ভারত), ফরহাদ আহমেদ সিতুল, মেহেদী হাসান, ঘাজানফার আলি (পাকিস্তান), হাফিজ জায়নুল (মালয়েশিয়া), সজিবুর রহমান, রাজীব দাস, তাহের আলী, পিয়ের হেনরিখস (জার্মানি) , আরশাদ হোসেন, হাসান জুবায়ের, আশরাফুল আলম, মনোজ বাবু, মেহেদী হাসান, তাসিন আলী, কাঞ্চন মিয়া।
মেট্রো এক্সপ্রেস বরিশাল
রোমান সরকার, হুয়ান মার্তিন লোপেজ, অসীম গোপ, ফজলে হোসেন রাব্বি, উ সুং হো (দক্ষিণ কোরিয়া), আখিমুল্লা ইসুক (মালয়েশিয়া), সারোয়ার মোর্শেদ শাওন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, ফিত্রি সারি (মালয়েশিয়া), মোঃ নুরুজ্জামান, শহীদুল হক সৈকত, আজিজুর রহমান, মামুনুর রহমান চয়ন, আসাদুজ্জামান, সাজেদুল ইসলাম, শামিম মিয়া।
মোনার্ক মার্ট পদ্মা
রাসেল মাহমুদ জিমি, চিঙ্গেলসানা সিং, ইমরান হাসান, নাইম উদ্দিন, সাইফ খান (ভারত), সি ও হিয়ং (দক্ষিণ কোরিয়া), আল নাহিয়ান শুভ, খালেদ মাহমুদ রাকিন, আজিম উদ্দিন, মিউ তানিমিতুস, আশরাফুল ইসলাম, রামিম হোসেন, আশিক মাহমুদ সাগর, কৃষ্ণ কুমার, রাহিত হোসেন, রাফিউল ইসলাম, রাকিবুল হাসান।
রুপায়ান গ্রুপ কুমিল্লা
সোহানুর রহমান সবুজ, প্রদীপ মোর, সারোয়ার হোসেন, পুস্কর ক্ষিসা মিমো, কিম সুং ইয়োব (দক্ষিণ কোরিয়া), মোহামেদ ফাথুর (ইন্দোনেশিয়া), মিলন হোসেন, ওবায়দুল হোসেন, রিপন কুমার, জাসজিত সিং (ভারত), সাহিদুর রহমান সাজু, উক্যহিন রাখাইন, জাহিদ হোসেন, বেলাল হোসেন, শিমুল ইসলাম, তানভির রহমান, মেহেদী হাসান লিমন।
সাইফ পাওয়ার খুলনা
বিপ্লব কুজুর, গিদো বেরেইরোস, খোরশেদুর রহমান, প্রিন্স লাল ,আজফার ইয়াকুব (পাকিস্তান) , ফিরদাউস রশদী (মালয়েশিয়া), আমিরুল ইসলাম, আহসান হাবিব, রাজু আহমেদ, মরিজ ফ্রে (জার্মানি/অস্ট্রিয়া), মিরাজ হোসেন, সজীব হোসেন সিফাত, তানজিম আহমেদ, কামরুজ্জামান রানা, সাদ্দাম খান, দ্বীন ইসলাম, ইয়াসিন আরাফাত।
ওয়ালটন ঢাকা
আশরাফুল ইসলাম, এসভি সুনীল, আবু সাইদ নিপ্পন, রকিবুল হাসান রকি, আব্দুল খালিক (মালয়েশিয়া), আলফান্দি আলী (ইন্দোনেশিয়া), সফিউল আলম শিশির, মেহরাব হোসেন সামিন, আবেদ উদ্দিন, আজরি হোসেন (মালয়েশিয়া), আমান শরীফ, আল আমিন, রাতুল আহমেদ, মাইনুল ইসলাম, মোহাম্মাদ আব্দুল্লাহ, হোজাইফা হোসেন, তৈয়ব আলী।
এজেড/এনইআর