জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় ও কোচ মাহবুব হারুন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মোটরসাইকেল তার ডান পায়ে প্রচন্ড আঘাত হানে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ডান পায়ে প্লাস্টার করিয়েছেন।

চিকিৎসকের পরামর্শে ৩ সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ডান পা নাড়াচাড়া করানো নিষেধ। প্লাস্টার করানোর পর হাসপাতাল থেকে বাসায় ফিরে বিশ্রামেই রয়েছেন হারুন। 

দুর্ঘটনা সম্পর্কে হকির এই ব্যক্তিত্ব বলেন, ‘বৃহস্পতিবার রাজধানীতে অত্যন্ত জ্যাম ছিল। কুড়িলে আমার এক সহকর্মীর কাছে কাজ ছিল৷ অত্যাধিক জ্যাম থাকায় ব্যক্তিগত গাড়ি রেখে হাটা শুরু করি। দ্রুতগতির মোটরসাইকেল দেখে রাস্তায় দাঁড়িয়েছিলাম। দুর্ভাগ্য সেটি আমার পায়েই উঠিয়ে দেয়।’

ফরিদপুর থেকে বেড়ে উঠা হারুন বাংলাদেশের হকির অন্যতম তারকা। দীর্ঘদিন ঢাকা আবাহনী ও জাতীয় দলে খেলেছেন। খেলা ছাড়ার পর ঢাকা আবাহনীর কোচিং করান। জাতীয় দলের কোচও হয়েছেন কয়েকবার। হকিতে অসামান্য অবদানের জন্য ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ পদক জাতীয় ক্রীড়া পুরস্কারও পেয়েছেন।

এজেড/এটি