ছবি: সংগৃহীত

রাজধানীর অন্যতম ব্যস্ততম এলাকা গুলিস্তান। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অন্য দিনগুলোর চেয়ে আজকের ব্যস্ততা একটু বেশিই ছিল। ওমানে অ-২১ চ্যাম্পিয়ন দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিন বছরের ফেডারেশনের বাইরে থাকা সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। প্রায় পৌনে এক ঘন্টার মতো সৌজন্য সাক্ষাত শেষে হকি ফেডারেশনে আনুষ্টানিকভাবে দীর্ঘদিন পর গণমাধ্যমের মুখোমুখি হন মমিনুল হক সাঈদ।

দলের সঙ্গে আলাপচারিতার চেয়ে সাঈদকে তার ব্যক্তিগত বিষয় এবং ফেডারেশনের নির্বাচন নিয়েই বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। নির্বাচিত হওয়ার কয়েক মাস পরেই দেশের বাইরে গিয়েছিলেন। ক্যাসিনো কান্ডে অভিযোগের জন্য দীর্ঘদিন বাইরে ছিলেন। দেশে ফিরে আইনি জটিলতা কাটিয়ে আবার হকি অঙ্গনে ফিরেছেন।

তিন বছর আগে রেখে যাওয়া হকি ফেডারেশনের সঙ্গে এখনকার অবস্থা সম্পর্কে বলেন, 'করোনোয় অনেক সময় গিয়েছে। তবে এর মধ্যে হকিতে দারুণ কাজ হয়েছে। ক্রিকেটের পর দ্বিতীয় খেলা হিসেবে হকিতে ফ্রাঞ্চাইজ লিগ অনুষ্ঠিত হয়েছে। এটা হকির জন্য দারুণ বিষয়।'

হকি ফেডারেশনের এই কমিটির মেয়াদ মে মাস পর্যন্ত রয়েছে। একটি লক্ষ্য নিয়ে সাঈদ হকিতে এসেছিলেন। চার বছরের কমিটির তিন বছরের বেশি সময় বাইরে ছিলেন। সেই লক্ষ্যপূরণে আবার নির্বাচন করবেন কিনা এই প্রশ্নের উত্তরে বলেন,‘ আমাদের এখনো দুই মাস সময় রয়েছে। এর মধ্যে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ হকি এবং জুনিয়র এশিয়া কাপ নিয়ে আমরা মনোযোগী। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ম মোতাবেক তাদের কার্যক্রম পরিচালনা করবে ( নির্বাচন সংক্রান্ত )।’

সাঈদের আগমন উপলক্ষ্যে ফেডারেশনের অনেক কর্মকর্তাই এসেছিলেন আজ। গত নির্বাচনের সাঈদের প্যানেলের অন্যতম সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, 'নির্বাচনের পরপরই মহিলা হকি সহ অন্যান্য কর্মকান্ড দারুণ গতিশীল ছিল। হকি অঙ্গনে সামর্থ্য, সম্ভাবনা বিচার করেই সব কিছু হবে। সেটা সময় আসলে বোঝা যাবে।’

হকি ফেডারেশনের সভাকক্ষে ঘুরে ফিরে আসন্ন নির্বাচনে সাঈদের পুনরায় প্রার্থী হওয়ার ব্যাপারে কয়েক দফা প্রশ্ন হলেও সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। ওমানে এএইচএফ অ-২১ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে জুনিয়র এশিয়া কাপে খেলবে। জুনিয়র এশিয়া কাপে শীর্ষ চার দলের মধ্যে থাকতে পারলে বাংলাদেশ জুনিয়র হকি বিশ্বকাপেও খেলার সুযোগ পাবে।

বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল থেকে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাটিতে অনুশীলন শুরু হবে। তিন বছর পর পুনরায় দায়িত্ব নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক খেলোয়াড়দের স্বপ্ন বড় করার সাহস দিয়েছেন, 'আমরা জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চাই। এজন্য খেলোয়াড়-কোচিং স্টাফকে সকল সহযোগিতাই প্রদান করা হবে’। সাবেক জাতীয় তারকা মামুনুর রশীদ অ-২১ দলের কোচ। মে মাসে টুর্নামেন্টের আগে তার চাওয়া ছিল বিদেশি দলের সঙ্গে অনুশীলন ম্যাচ। কোচের সেই চাহিদা মোতাবেক ভারতে গিয়ে ম্যাচ খেলানোর চেষ্টা করবে ফেডারেশন।'

এজেড/এইচজেএস