এবার হকির দ্বিতীয় বিভাগেও অনুদান
এক সময় হকি লিগে অংশগ্রহণ করে ক্লাবগুলো ফেডারেশনের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য পেত না। সাম্প্রতিক সময়ে এই অবস্থার পরিবর্তন হয়েছে। প্রিমিয়ার ও প্রথম বিভাগের পর এবার দ্বিতীয় বিভাগ হকিতেও অনুদান দিচ্ছে ফেডারেশন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দ্বিতীয় বিভাগ হকি লিগের সাত ক্লাবের প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়।
বিজ্ঞাপন
আগামী ১৬-১৭ এপ্রিল দ্বিতীয় বিভাগ হকি লিগের দলবদল অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ঈদের পর। দ্বিতীয় বিভাগের ক্লাবগুলো হচ্ছে বর্ণক সমাজ, ঢাকা ইয়াং স্টার ক্লাব, তেজগাঁও অগ্রগামী, রক্তিম সংঘ, ইস্ট অ্যান্ড গ্রিন, ঢাকা হকি ক্লাব ও উদিতি ক্লাব।
এর আগে প্রথম বিভাগ হকির ক্লাবগুলো অনুদান চেয়েছিল। এরপর ১২টি ক্লাবের প্রত্যেককে দেওয়া হয় দুই লাখ টাকা করে। এবার আবেদনের প্রেক্ষিতে অনুদানের অর্থ পেতে যাচ্ছে দ্বিতীয় বিভাগ লিগের সাত ক্লাব।
বিজ্ঞাপন
এজেড/এএইচএস