ছবি: সংগৃহীত

দেশের হকির অন্যতম বড় দল উষা ক্রীড়া চক্র। এক ম্যাচ হাতে রেখেই প্রিমিয়ার নিশ্চিত করেছিল। আজ প্রথম বিভাগ হকি লিগের শেষ ম্যাচে উষা ১১-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারায়।

প্রথম বিভাগ হকি লিগ থেকে প্রিমিয়ারে উঠবে একটি ও অবনমিত হয়ে দ্বিতীয় বিভাগে নামবে একটি। প্রথম বিভাগে এবার অংশগ্রহণ করেনি বাংলাদেশ রেলওয়ে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে শান্তিনগরের পয়েন্ট সবচেয়ে কম। তাই শান্তিনগর প্রথম বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে অবনমিত হয়েছে আর সর্বোচ্চ পয়েন্ট নিয়ে উষা ক্রীড়া চক্র পুনরায় প্রিমিয়ারে উঠেছে।

রোববার প্রথম বিভাগ হকির শেষ দিনে মওলানা ভাসানী স্টেডিয়ামে হাবিব হোসেনের ডাবল হ্যাটট্রিকে ঊষা ১১-১ গোলে জিতে। ১৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন তিনি। প্রথম বিভাগ লিগের দশ ম্যাচের দশটিতেই জিতেছে উষা।

এজেড/এইচজেএস