হাংজু এশিয়ান গেমসের জন্য বিভিন্ন ডিসিপ্লিনের পাশাপাশি হকি দলও প্রস্তুতি গ্রহণ করছে। অনেকদিন টানা অনুশীলনের পর বিশ্রাম পাচ্ছেন রাসেল মাহমুদ জিমিরা। আগামীকাল (১৪ আগস্ট) দুই বেলা অনুশীলন শেষে খেলোয়াড়রা ক্যাম্প ছাড়ার সুযোগ পাচ্ছেন। ওই দিনই দক্ষিণ কোরিয়ায় উড়াল দেবেন কোচ ইয়ং কিম।

চার দিনের ছুটি কাটিয়ে শুক্রবার রাতে খেলোয়াড়রা আবার ক্যাম্পে ফিরবেন। পরদিন (শনিবার) থেকে তাদের অনুশীলন শুরু হবে। প্রথম তিনদিন দেশীয় কোচরা অনুশীলন কার্যক্রম পরিচালনা করবেন। পরবর্তীতে সোমবার বিদেশি কোচ ঢাকায় আসার কথা রয়েছে। এর পরদিন থেকে আবার কোরিয়ান কোচের অধীনে অনুশীলন করবেন জিমিরা। 

দেশ ছাড়ার আগে বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা সেই অর্থে নেই। সার্ভিসেস বাহিনীর সঙ্গে সপ্তাহে দুটি করে অনুশীলন ম্যাচ খেলেছে জাতীয় দল। ২৩ সেপ্টেম্বর চীনের হাংজুতে শুরু হবে এশিয়ান গেমস। চীনে কয়েক দিন আগে গিয়ে অন্য দেশগুলোর সঙ্গে কিছু ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে হকি ফেডারেশনের। 

এজেড/এএইচএস