এশিয়ান হকির ‘টি টোয়েন্টি’ ট্রফি উন্মোচন
প্রতিনিয়ত জনপ্রিয় হচ্ছে ‘ফাইভ এ সাইড’ হকি। বিশ্ব ও এশিয়ান হকি ফেডারেশন এই খেলায় জোর দিচ্ছে। ওমানের সালালায় আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হবে ফাইভ এ সাইড এশিয়া কাপ হকি। আজ উন্মোচন হয়েছে টুর্নামেন্টের ট্রফি। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং এশিয়ান হকি ফেডারেশনের সহ-সভাপতি মুমিনুল হক সাঈদ এই ট্রফি উন্মোচন করেন।
টুর্নামেন্টটিতে ১১ জনের বদলে খেলোয়াড় পাঁচজন যেমন, তেমনি আয়তন ও খেলার সময়ও কম ফাইভ এ সাইডে। তাই অনেকে ক্রিকেটের সঙ্গে তুলনা করে ‘টি-টোয়েন্টি হকি’ হিসেবেও আখ্যায়িত করেন এটিকে। বাংলাদেশ নারী ও পুরুষ উভয় দল এতে অংশগ্রহণ করবে। নারী দল আগামীকাল দুটি ম্যাচ খেলবে। পুরুষ দলের খেলা দেরিতে হওয়ায় তারা দেশ ছাড়বে আগামী ২৬ আগস্ট।
বিজ্ঞাপন
হকির টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা বাংলাদেশের একেবারে খারাপ নয়। থাইল্যান্ডে যুব অলিম্পিকের ‘ফাইভ-এ-সাইড’ বাছাইপর্ব পেরিয়ে আর্জেন্টিনায় চূড়ান্ত পর্ব খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ যুব হকি দলের। সিনিয়র দল এই প্রথম টুর্নামেন্টটিতে খেলবে।
২০১৯ সালে সিঙ্গাপুরে এএইচএফ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে খেলেছিল বাংলাদেশ নারী দল। এরপর অনেকটা অলস সময় কেটেছে তাদের। এবার চার বছর পর ওমানে খেলতে গেছে মেয়েরা। সিঙ্গাপুরে থাকা খেলোয়াড়দের মধ্যে ৪ জন রয়েছেন এই দলে। বিশ্বকাপ বাছাইয়ে সেখানে ফাইভ-এ-সাইড হকি হবে।
বিজ্ঞাপন
সালালাহ শহরে নারীদের টুর্নামেন্টটি চলবে ২৫-২৮ আগস্ট। আবার ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর একই শহরে হবে ছেলেদের বিশ্বকাপ বাছাই এশিয়া হকি ফাইভের আসর। ওমান মিশনে বাংলাদেশের দুটি দলেরই কোচ বিকেএসপি হকির বিভাগীয় প্রধান জাহিদুর রহমান রাজু।
এজেড/এএইচএস