হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন জার্মান গেরহার্ড পিটারকে কোচ করেছিলেন। সেই গেরহার্ডের মাধ্যমেই বাংলাদেশের হকি খেলোয়াড়দের জার্মান ও ইউরোপের লিগে খেলার পথ তৈরি হয়। জামিল ও গেরহার্ড কেউই এখন হকির সঙ্গে না থাকলেও প্রায় এক যুগ ধরেই বাংলাদেশের হকি খেলোয়াড়রা জার্মান লিগে খেলছেন। এরই ধারাবাহিকতায় আগামীকাল জার্মানির হকি লিগ খেলতে ঢাকা ছাড়ছেন রোমান সরকার ও মাহবুব। বৃহস্পতিবার রওনা হবেন ইমরান হাসান পিন্টু।

জাতীয় দলের দুই তারকা হকি খেলোয়াড় মিডফিল্ডার রোমান সরকার এবং ফরোয়ার্ড মাহবুব হোসেন প্রথমবার দেশের বাইরের লিগে খেলবেন। জার্মানির এভি বুবলিনজেন হকি ক্লাবের (বুন্দেসলিগা হকি) হয়ে খেলবেন তারা। লিগ শেষে জুলাইয়ে ফেরার কথা রয়েছে তাদের। এইচটিসি বনের হয়ে খেলতে যাওয়া পিন্টু ফিরবেন জুনেই।

২০১৩ সালে জাতীয় দলের জার্সি গায়ে তোলার পর থেকে আর বাদ পড়েননি রোমান। প্রথমবার জার্মান লিগে খেলতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘জার্মানিতে আমাদের সিনিয়র অনেকে এর আগে খেলেছেন। সেই ধারাবাহিকতায় এবার আমি এবং আমার দুই জুনিয়র সতীর্থ (মাহবুব হোসেন ও সোহানুর রহমান সবুজ) খেলার আমন্ত্রণ পেয়েছি। আগামীকাল ভোরে আমি আর মাহবুব জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়বে। সবুজ এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর হয়ে এখন ভারতে অবস্থান করছেন। পরে হয়তো তিনিও অংশ নেবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ 

সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগ হকিতে আবাহনী লিমিটেডের জার্সিতে খেলেছেন রোমান সরকার। মাহবুব ছিলেন ঊষা ক্রীড়া চক্রের টেন্টে। লিগের মাঝপথেই জার্মানিতে খেলার আমন্ত্রণ পান তারা। বুবলিনজেন হকি ক্লাবের কোচ টমাস থাউনারের কাছ থেকে এ আমন্ত্রণ পত্র আসে বাংলাদেশ হকি ফেডারেশন বরাবর। যাতায়াত থেকে থাকা-খাওয়া সম্পূর্ণ খরচ জার্মান ক্লাব বহন করছে। লিগের প্রস্তুতি সম্পর্কে রোমান বলেন, 'আমাদের আগে-ভাগে নেয়া হচ্ছে যাতে কন্ডিশন এবং দলের সঙ্গে মানিয়ে নিতে পারি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে আমরা টানা ম্যাচ খেলেছি। লিগ শেষে যে দুদিন সময় পেয়েছি সেখানেও আমরা অনুশীলনে সময় ব্যয় করেছি।'

বাংলাদেশি হকি খেলোয়াড়রা মূলত জার্মানিতে নিচু স্তরের লিগেই অংশগ্রহণ করেন। একাধিকবার খেলা ইমরান হাসান পিন্টু অন্যদের চেয়ে এক ধাপ উপরে খেলেন। বেশ কয়েক বার জার্মান লিগ খেলা পিন্টুর পর্যবেক্ষণ, 'আমাদের এখানে হকি অনিয়মিত। জার্মান লিগে খেলার মাধ্যমে আমাদের আয় যেমন হয় তেমনি দেশের সম্মানও বাড়ে। আমাদের হকির এই দিগন্ত প্রসারণের জন্য সম্পূর্ণ অবদান সাবেক সেক্রেটারি জামিল ভাই ও কোচ গেরহার্ডের।’

এজেড/এইচজেএস