ক্ষতিপূরণ চাইবে হকি ফেডারেশন
করোনা ভাইরাসের জন্য কয়েক দফা সময় বদল হয়েছে এএইচএফ অ-২১ এশিয়া কাপ হকি। এখন শেষ পর্যন্ত সেই টুর্নামেন্ট বাতিল হওয়ার পথে। বাংলাদেশ ছিল এই টুর্নামেন্টের স্বাগতিক। এশিয়ান হকি ফেডারেশনের কাছ থেকে টুর্নামেন্টর আয়োজক স্বত্ব কিনতে হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনকে। টুর্নামেন্ট বাতিল হওয়ার পথে বিধায় বাংলাদেশ হকি ফেডারেশন এশিয়ান হকি ফেডারেশনের কাছে সেই অর্থ এবং ক্ষতিপূরণ দাবি করবে।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ এ বিষয়ে বলেন, ‘টুর্নামেন্টটি বাতিল হচ্ছে বলে আমরা মৌখিক ও বিভিন্ন মাধ্যমে জেনেছি। করোনা ও লকডাউন পরিস্থিতির মধ্যে জুনিয়র বিশ্বকাপের আগে তারা এটি আয়োজন করতে পারছে না। তবে আমাদেরকে এখনো আনুষ্ঠানিকভাবে এএইচএফ জানায়নি। আমরা টুর্নামেন্টের স্বত্ব কিনেছি। আমরা কেনার পর টুর্নামেন্টের স্পন্সর হিসেবে আল আরাফাহ ইসলামী ব্যাংককে টাইটেল স্পন্সর দিয়েছি। এই টুর্নামেন্ট না হলে আমরা এএইচএফের কাছে অর্থ ফেরত চাইব।’
বিজ্ঞাপন
টুর্নামেন্ট বাতিল হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। এশিয়ান হকি ফেডারেশন টুর্নামেন্ট বাতিল করলে বাংলাদেশ হকি ফেডারেশনের আর্থিক বিষয়টি কতটুকু গুরুত্ব দিয়ে করবে সেটাও দেখার বিষয়। কারণ বাংলাদেশ স্বাগতিক হিসেবেও দুই বার টুর্নামেন্ট পেছানোর অনুরোধ জানিয়েছিল এবং বাংলাদেশের করোনা পরিস্থিতি বিবেচনায় এশিয়ান হকি ফেডারেশন খেলা আয়োজনের উদ্যোগ নিতে পারেনি। টুর্নামেন্ট বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর এশিয়ান হকি ফেডারেশন-বাংলাদেশ হকি ফেডারেশন ও আল আরাফাহ ইসলামী ব্যাংক এই তিন পক্ষের মধ্যে আর্থিক বিষয়াদি নিয়ে খানিকটা জটিলতা সৃষ্টি হতে পারে।
জুনিয়র এশিয়া কাপ বাতিল হলে দেশের র্যাংকিং বিবেচনায় বিশ্বকাপে এশিয়ানদের সুযোগ দিতে পারে বলে ধারণা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের। অক্টোবর থেকে ক্লাব কাপ দিয়ে ঘরোয়া হকি শুরু হবে। ক্লাব কাপ ও লিগ শেষে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির সম্ভাব্যতা সম্পর্কে বলেন, ‘এশিয়ান হকি ফেডারেশন ডিসেম্বরে ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের কথা আমাদের জানিয়েছেন। আমাদের এখন মনোযোগ ঘরোয়া হকি। এইচএফ আনুষ্ঠানিকভাবে ডিসেম্বরে সময়সূচি দিলে আমরা সেভাবে নিজেদের প্রস্তুত করব।’
বিজ্ঞাপন
১২ অক্টোবর ক্লাব কাপ শুরু হওয়ার কথা। এই টুর্নামেন্ট শেষ হওয়ার তিন দিন পর থেকে প্রিমিয়ার লিগ। অক্টোবরের শেষ দিকে প্রিমিয়ার লিগ শুরু হতে পারে। প্রিমিয়ার হকি লিগ সাধারণত এক-দেড় মাস চলে। ডিসেম্বরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হলে জাতীয় দল নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ক্যাম্প শুরু করতে পারে।
এজেড/এনইউ