শ্রদ্ধা-ভালোবাসায় হকির আনভীরকে শেষ বিদায়
শ্রদ্ধা-ভালবাসায় হকির আনভীরকে শেষ বিদায়/ঢাকা পোস্ট
মওলানা ভাসানী স্টেডিয়ামে আনভীর আদিল খান বাবুর ছিল পদচারণা। তার যুগ্ম সম্পাদকের কক্ষে বসতো হকি অঙ্গনের আড্ডা। আবার কখনো লিগ চলাকালে মাঠের কোনো সমস্যা দ্রুতগতিতে নামতেন মাঠে। কঠিন পরিস্থিতির মধ্যেও হাসিমাখা মুখ থাকতো সব সময়। হকির সেই প্রিয় ব্যক্তিত্ব আজ রোববার হকি মাঠে সবাই শ্রদ্ধার সঙ্গে শেষ বিদায় জানাল।
দুপুর সোয়া বারোটার বাবুর প্রিয় স্থান হকির টার্ফে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাযা। হকি ও ক্রীড়াঙ্গনের অনেকেই উপস্থিত হয়েছিলেন আনভীরকে শেষ শ্রদ্ধা জানাতে। হকি ফেডারেশনের সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার দীর্ঘদিন হকি অঙ্গনে। খুব কাছ থেকে দেখেছেন আনভীর আদিলকে। জানাজার আগে সংক্ষিপ্ত স্মৃতিচারণে আনভীর সম্পর্কে তিনি বলেন, ‘আনভীর ভাই হকির একজন নিবেদিত প্রাণ ছিলেন। আমরা একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। তিনি সব সময় হকির স্বার্থকে বড় করে দেখেছেন’।
বিজ্ঞাপন
গত কয়েক বছর রাজনৈতিক কারণে তিনি হকি থেকে দূরে ছিলেন। তিনি দেশের একটি শীর্ষ রাজনৈতিক দলের ঢাকা মহানগরের নেতা হলেও ক্রীড়াঙ্গনকে রাজনীতি থেকে দূরে রেখেছেন। সাবেক হকি খেলোয়াড় আরিফুল হক প্রিন্স বলেন, ‘আনভীর ভাই ক্রীড়াঙ্গন ও রাজনীতি পৃথকভাবে রাখতেন। একটির সঙ্গে আরেকটি মেলাতেন না। ক্রীড়াঙ্গন ও হকির স্বার্থকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিতেন।’
হকি ফেডারেশনের সহ-সভাপতি ইউসুফ আলী দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেন, ‘আমরা অল্প ক’দিনের মধ্যে বারী ভাই, মোমিন ভাই, আনভীর ভাইকে হারালাম। এই তিন ব্যক্তিত্বকে হারানো আমাদের হকি অঙ্গনের বিরাট ক্ষতি।’ মওলানা ভাসানী স্টেডিয়ামে আনভীর আদিল খানকে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন, আবাহনী ক্লাব, উষা ক্রীড়া চক্র, ভ্যাটার্ন হকি প্লেয়ার্স এসোসিয়েশন, মেরিনার্স, সহ আরো বিভিন্ন ক্রীড়া সংস্থা।
বিজ্ঞাপন
১৯৭৮ সালে বাংলাদেশ দল প্রথম এশিয়ান গেমসে অংশ নেয়। সেই এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের গোলরক্ষক ছিলেন আনভীর আদিল খান। জাতীয় দল ছাড়াও ঘরোয়া হকিতে আবাহনী, মোহামেডান সহ দেশের শীর্ষ পর্যায়ে ক্লাবগুলোতে দীর্ঘদিন গোলরক্ষক ছিলেন। খেলোয়াড় জীবন ছাড়ার পর সংগঠক হন। সংগঠক হিসেবে বাংলাদেশ হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। নানাবিধ রোগ জটিলতায় ভুগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হকির এই প্রিয় মুখ।
এজেড/এটি/এনইউ