নব্বইয়ের দশকে জনপ্রিয়তা ফুটবলের পরেই ছিল হকির অবস্থান। কালের বিবর্তনে হকি এখন দেশের তৃতীয় জনপ্রিয় খেলা। ক্রিকেট, ফুটবলের পর অবস্থান। হকি অঙ্গনকে চাঙা করতে ক্রিকেটের আদলে ফ্রাঞ্চাইজ লিগের উদ্যোগ নিয়েছে হকি ফেডারেশন। 

আজ বৃহস্পতিবার ফ্যালকন হলে হকি ফেডারেশনের নির্বাহী সভায় ফ্রাঞ্চাইজ হকি নিয়ে আলোচনা হয়েছে। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘ফ্রাঞ্চাইজ হকি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই লিগ নিয়ে এটিএন বাংলা আমাদের প্রস্তাবনা দিয়েছে। এই মাসের শেষের দিকে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হতে পারে।’

কয় দল, কয় ভেন্যু, বিদেশি কয় জন এ রকম আরো অনেক বিষয় রয়েছে ফ্রাঞ্চাইজ হকির সঙ্গে। চুক্তি স্বাক্ষরের আগে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনার পর বিষয়টি সুনির্দিষ্ট রুপ পাবে বলে মনে করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদক, ‘আমাদের প্রাথমিক আলোচনা বিভাগ ভিত্তিক হবে ফ্রাঞ্চাইজ দলগুলো। সব বিভাগে টার্ফ নেই। ফলে ঢাকাতেই খেলা হওয়ার সম্ভাবনা বেশি। এ সব বিষয় সমঝোতা স্বারক স্বাক্ষরের সময় আরো সুস্পষ্ট হবে’। 

প্রধানমন্ত্রী হকি ফেডারেশনকে এক কোটি টাকা অনুদান দিয়েছিলেন। সেই অনুদানের অর্থ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো বন্টন করে দিচ্ছে ফেডারেশন। আবাহনী,মোহামেডান ও মেরিনার্স শীর্ষ তিন ক্লাব পাচ্ছে ১২ লাখ করে।  সুপার লিগে খেলা অন্য দুই ক্লাব পাবে ৮ লাখ করে। বাকি সাত ক্লাব পাবে ছয় লাখ করে। লিগ কমিটির ঘোষিত প্রিমিয়ার লিগের দলবদল (১৯-২৩ সেপ্টেম্বর), ক্লাব কাপ লিগ শুরুর দিনক্ষণ নির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে। 

বাহিনীতে কর্মরত গোলরক্ষকরা নিজেদের পুলের বাইরে রাখার জন্য অনুরোধ করেছিল ফেডারেশনের কাছে। গোলরক্ষকদের সেই অনুরোধ আজকের সভায় উথাপতি হয়নি। হকি ফেডারেশনের নির্বাহী সদস্য তারেক আদেল বলেন,‘ আজকের সভাটি বেশ দ্রæততম সময়ের মধ্যে শেষ হয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। আসন্ন লিগ, ক্লাবগুলোর অর্থ বন্টন , ফ্রাঞ্চাইজ হকি ও যুব হকি নিয়েই মূলত আজ আলোচনা হয়েছে’। 

এজেড/এটি