জেমি ডে ও স্টুয়ার্ট ওয়াটকিস/ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের সঙ্গে বাফুফের সম্পর্ক আর নেই। বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেমি ডে চলতি মাসে একাই লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলেন। তার সঙ্গে স্টুয়ার্ট না আসার পরই শঙ্কা জাগে। বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ জুনের তৃতীয় সপ্তাহে দেশে আসার পর জাতীয় দলের স্টুয়ার্ট বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেন। জেমি ডে’র সহকারি বিষয়ে তিনি বলেন,‘স্টুয়ার্ট আর আমাদের সঙ্গে নেই।’ 

গত বছর বাফুফে জেমি ডে’র সঙ্গে দুই বছরের চুক্তি নবায়ন করেছিল। জেমির সঙ্গে স্টুয়ার্টেরও চুক্তির নবায়ন হয়েছিল। চুক্তি অনুযায়ী স্টুয়ার্টের আরো এক বছর বাংলাদেশে কাজ করার কথা। মাঝপথেই দুই পক্ষ সমঝোতা করে চুক্তির যবনিকা টেনেছে। 

স্টুয়ার্ট জাতীয় দলের অনুশীলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। ট্রেনিং সেশন সহ বিভিন্ন বিষয়ে জেমি তার উপর নির্ভরশীল ছিলেন। সামনে গুরুত্বপূর্ণ সাফ টুর্নামেন্ট। সাফের আগে নতুন বিদেশি কোচ আসবেন কি না অথবা দেশীয় উচু মানের কাউকে দলের সঙ্গে দেয়া হবে কিনা এই প্রসঙ্গে জেমি এবং বাফুফে এখনো আলোচনা করেনি। 

এজেড/এটি/এনইউ