দেশের দুই ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব আবাহনী ও মোহামেডান হকির দলবদল করল ভিন্নভাবে। গতকাল রোববার বিকেলে আবাহনী ১৮ জন খেলোয়াড়কে ফেডারেশনে এনে উৎসবমুখর পরিস্থিতিতে দলবদলে অংশগ্রহণ করেছে। অন্যদিকে রাতে মোহামেডান ক্লাবের ৬ তারকা খেলোয়াড়ের দলবদল সম্পন্ন হয়েছে বনানীর এক রেষ্টুরেন্টে। 

ক্রীড়াঙ্গনে দলবদল মানেই উৎসব। সেই উৎসবে শামিল না হয়ে মোহামেডানে নীরবে আশরাফুল, কৌশিক, সারোয়ার, অসীম গোপ, শাওন ও প্রিন্স লালকে নিবন্ধন করিয়েছেন। যেই শাওনকে নিয়ে হকি অঙ্গন উত্তপ্ত সেই শাওনকে নিবন্ধন করিয়েছে মোহামেডান অনেকটা চুপিসারেই। 

এমনভাবে দলবদলের কারণ সম্পর্কে মোহামেডান ক্লাবের পরিচালক ও হকি কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, ‘আমাদের দলবদলে অনেক সমর্থক আসে। ইতোমধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার মোহামেডান ক্লাব। তাই আমাদের ক্লাবের পরিচালকদের মতামতের ভিত্তিতে আমরা কয়েকজন খেলোয়াড়কে কমিশনের মাধ্যমে করিয়েছি।’

শাওন ও প্রিন্স লালকে গতকাল নিবন্ধন করিয়েছে মোহামেডান। তাদের শঙ্কা ছিল ফেডারেশন অথবা ক্লাব পাড়ায় যদি তাদের নিবন্ধন হয় সেক্ষেত্রে আবার সমর্থকদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। বনানীতেও নিবন্ধন কার্যক্রমের সময় অনেক পুলিশ ছিল বলে জানিয়েছেন সেখানে থাকা ব্যক্তিরা। পুলিশের নিরাপত্তা নিয়ে বনানীতে বিশেষভাবে দলবদল করলে সেই নিরাপত্তা দিয়ে ফেডারেশনে এসে উৎসবমুখর পরিবেশে করতে পারতো বলে মনে করেন অনেকে। 

বিশেষ ব্যবস্থা কমিশনের মাধ্যমে প্রতি খেলোয়াড় রেজিষ্ট্রেশনের জন্য বাড়তি ৫ হাজার টাকা করে দিতে হয়েছে মোহামেডানকে। ফেডারেশনে এসে ফরম উঠালে লাগত সেখানে মাত্র ৪০০ টাকা। মোহামেডানের বিশেষ ব্যবস্থায় দলবদল সম্পর্কে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ বলেন, ‘কমিশন গিয়ে দলবদল সম্পন্ন করার নিয়ম বাইলজে রয়েছে। দলবদল একটা উৎসব আমরা কমিশনের মাধ্যমে দলবদল নিরুৎসাহিত করি। এজন্য আগে ছিল ২ হাজার এখন বাড়িয়ে ৫ হাজার হয়েছে। এরপরও ক্লাবগুলো চাইলে এভাবে করতে পারে। মোহামেডান সাতজনকে এভাবে করতে আবেদন করেছিল। সেখানে তারা ৬ জনকে করেছে।’

সাত জনের জন্য কমিশনের আবেদন করেছিল মোহামেডান। ফলে বাকিরা ফেডারেশনে গিয়েই দলবদল করবেন।  মোহামেডানের অন্য খেলোয়াড়দের দলবদল সম্পর্ক ক্লাবটির হকি কমিটির চেয়ারম্যান বলেন, ‘আমরা আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের সবার সামনে উপস্থাপন করব। বাকি যারা রয়েছেন তারা ফেডারেশনে গিয়ে দলবদলে অংশগ্রহণ করবেন।’ মেরিনার্স ইস্যু ও ঝামেলা এড়াতেই ৬ জনকে বিশেষ ভাবে দলবদল। এই প্রসঙ্গে হকি কমিটির চেয়ারম্যান চেয়ারম্যান বলেন, ‘এই বিষয়ে আমাদের ক্লাব থেকে আনুষ্ঠানিক অবস্থান ব্যাখ্যা করা হবে দু'এক দিনের মধ্যে।’

হকি লিগের জন্য দলবদল এর প্রথম ধাপ সম্পন্ন করল মোহামেডান। রোববার রাতে বনানীর একটি রেস্টুরেন্টে দলবদল কার্যক্রমে হকি ফেডারেশনের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সদস্য জামিল আব্দুন নাসের ও জাফরুল আহসান বাবুল। মোহামেডান ক্লাবের পক্ষে উপস্থিত  ছিলেন হকি কমিটির চেয়ারম্যান মনজুর আলম, হকি কমিটির সম্পাদক আবু সায়েম শাহিন, ম্যানেজার আরিফুল হক প্রিন্স। 

এজেড/এটি