গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকি লিগে আজ সন্ধ্যায় মাঠে নামছে দেশের দুই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী ও মোহামেডান। দুই দলই একটি করে ম্যাচ হেরেছে মেরিনার্সের কাছে। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে টিকে থাকতে জয় ছাড়া কোনো বিকল্প নেই দুই দলেরই। এজন্য ঢাকা মোহামেডান আগেই আর্জেন্টাইন জাতীয় দলের খেলোয়াড় এনেছে একজন। আর গতকাল আবাহনী এনেছে নেদারল্যান্ডসের তিন জাতীয় খেলোয়াড়কে। 

চলমান হকি লিগে সাতজন বিদেশি রেজিষ্ট্রেশন ও চার জন খেলতে পারবে ম্যাচে। আবাহনীর সাত জন রেজিষ্ট্রেশন কোটা পূরণ হয়েছে। আজ মোহামেডান ম্যাচ ও সুপার ফাইভের বাকি চার ম্যাচের জন্য এই তিন ডাচ খেলোয়াড় চুক্তিবদ্ধ। মাত্র একদিন আগে এসেই ম্যাচে কতটা মানিয়ে নিতে পারেন সেটাই দেখার বিষয়। 

দশ ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট ২৭। ১১ ম্যাচ শেষে মেরিনার্স ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। আজকের ম্যাচে বিজিত দল শিরোপা রেস থেকে অনেকটাই ছিটকে পড়বে। যে দল জিতবে তাদের আবার মেরিনার্সকে সুপার ফাইভের ম্যাচে হারাতে হবে অথবা মেরিনার্সের সুপার ফাইভের কোনো ম্যাচে হোচটের অপেক্ষায় থাকতে হবে। 

ঘরোয়া হকিতে তৃতীয় শক্তি মেরিনার্স এই মৌসুমে বাজিমাত করেছে। ক্লাব কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর লিগের প্রথম পর্ব শেষ করেছে অপরাজিত হয়ে। আজ আবাহনী ও মোহামেডানের মধ্যকার ম্যাচ ড্র হলে মেরিনার্স দুই দলের থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে থাকবে। সুপার ফাইভে চারটি ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ জিতলেই তখন মেরিনার আবার শিরোপা পুনরুদ্ধার করতে পারবে। 

সর্বশেষ হকি লিগের চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। ফেডারেশনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্লাব কাপের সেমিফাইনাল খেলেনি। লিগে মেরিনার্সের বিপক্ষে হেরে ইতোমধ্যেই ব্যাকফুটে আছে ক্লাবটি। আজ আবাহনীকে হারাতে না পারলে শিরোপা ধরে রাখা সম্ভব হবে না বলে জানালেন দলটির কোচ মওদুদুর রহমান প্রিন্স, ‘আমাদের জয় ছাড়া বিকল্প কোনো ভাবনা নেই। যেভাবেই হোক আবাহনীকে হারিয়ে শিরোপা জয়ের রেসে থাকতে হবে।’ 

ক্লাব কাপে আবাহনী ও মোহামেডান একই গ্রুপে পড়েছিল। গ্রুপ পর্বের লড়াইয়ে বিদেশিহীন আবাহনী ১-০ গোলে জিতেছিল মোহামেডানের বিপক্ষে। সেই আবাহনীর চেয়ে এই আবাহনী এখন অনেকটা শক্তিশালী। এরপরও জয়ের আশাবাদ শুভর, ‘আবাহনী লিগে আরো বেশি সংগঠিত। আর্জেন্টাইন ফরোয়ার্ড আসায় আমরাও এখন আগের চেয়ে আরো বেশি শক্তিশালী। আশা করি ম্যাচ শেষে মোহামেডান পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে।’

আবাহনীর কোচ হেদায়েতুল ইসলাম রাজীব ক্লাব কাপের মতো লিগেও মোহামেডানকে হারাতে চান, ‘ক্লাব কাপে আমরা মোহামেডানকে হারিয়েছি। লিগেও হারিয়ে শিরোপা জয়ের পথে থাকতে চাই।’ 

এজেড/এনইউ