প্রিমিয়ার হকি লিগে সুপার ফাইভে আজ (মঙ্গলবার) দিনের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস। ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত ম্যাচে মেরিনার্স ৭-১ গোলে বাংলাদেশ স্পোর্টিংকে হারায়। এই জয়ে মেরিনার্স ১৩ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে।
 
মেরিনার্সের সুপার ফাইভের আর দুই ম্যাচ রয়েছে। দুই ম্যাচই শক্তিশালী আবাহনী ও মোহামেডানের বিরুদ্ধে। ১৪ ম্যাচ শেষে ঢাকা আবাহনীর পয়েন্ট ৩৬। ঢাকা মোহামেডানের ১৩ ম্যাচে পয়েন্ট ৩৩। ২৫ নভেম্বর আবাহনীর বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই পুনরায় চ্যাম্পিয়ন হবে মেরিনার ইয়াংস। ২০১৬ সালে প্রিমিয়ার হকি লিগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল মেরিনার।
 
মেরিনার চলতি মৌসুমে একমাত্র দল যারা এখনো অপরাজিত। ক্লাব কাপে চ্যাম্পিয়ন হয়েছে এখন লিগের চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায়। ঢাকা আবাহনী তাদের শেষ ম্যাচে মেরিনার্সের বিরুদ্ধে জিতলেও তাকিয়ে থাকতে হবে মোহামেডানের দিকে। মোহামেডান যদি মেরিনার্সকে হারাতে পারে তখন তিন দলেরই পয়েন্ট সমান হবে।
 
মেরিনার্স আগামী দুই ম্যাচ অপরাজিত থাকলে এক রেকর্ডের সাক্ষী হতে পারে। সাম্প্রতিক সময়ে কোনো দল মৌসুমের দুইটি প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হতে পারেনি এবং অপরাজিত থাকতে পারেনি। ২৫ নভেম্বর লিগের সমাপ্তি নাকি কোনো নাটকীয়তা এজন্য অপেক্ষা করতে হবে দুই দিন।
 
এজেড/এমএইচ