রিকার্ভ নারী দলগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ জয়ের পরই নিশ্চিত হয়েছিল এশিয়ান আরচ্যারিতে তিন স্বর্ণ আসছে দেশে। নারী ব্যক্তিগত ইভেন্টে অল বাংলাদেশ ফাইনাল ছিল, তাই স্বর্ণজয় ছিল নিশ্চিত। অপেক্ষাটা ছিল শুধু নাসরিন আক্তার না দিয়া সিদ্দিকী, কার হাত ধরে দেশে আসবে স্বর্ণ, এ নিয়ে। শনিবার থাইল্যান্ডে অল বাংলাদেশ ফাইনালে নাসরিন আক্তার ৬-২ সেটে দিয়া সিদ্দিকীকে পরাজিত করেন। তাতে শেষ হাসিটা ফোটে নাসরিনের মুখে, দিয়া জেতেন রুপা।

মহাদেশীয় কোনো প্রতিযোগিতায় অল বাংলাদেশ ফাইনাল হওয়ার ঘটনা এই প্রথম। এই ফাইনালের ফলাফলটি বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের জন্য একটু অন্য রকমই। 

দিয়া সিদ্দিকী গত এক বছরে বাংলাদেশের নারী আরচ্যারির প্রতীক হয়ে উঠছিলেন। সেই দিয়া সিদ্দিকীকে হারিয়ে নাসরিন আক্তার নারী আরচ্যারির আরেক নাম হয়ে উঠলেন। এশিয়ান আরচ্যারিতে নাসরিন তিনটি স্বর্ণের ভাগিদার হলেন। ব্যক্তিগত ইভেন্ট ছাড়াও, নারী দলগত ও রোমানের সঙ্গে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন তিনি। বাংলাদেশের আরচ্যারির আরেক তারকা জন্ম হলো এই এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টের মাধ্যমে। 

দিয়া সিদ্দিকী ফাইনালে নাসরিন আক্তারের বিপক্ষে সেভাবে লড়তে পারেননি। ৬-২ সেটে বেশ সহজেই দিয়াকে পরাজিত করেছেন নাসরিন। দিয়া ব্যক্তিগত ইভেন্টে রৌপ্য জিতলেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নারী দলগত ইভেন্টে স্বর্ণ জয়ের পেছনে।

এজেড/এটি/এনইউ