স্বাধীনতা দিবস হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বিজিবি
স্বাধীনতা দিবস হ্যান্ডবলে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিজিবি ৩৭-৩০ গোলে বাংলাদেশ আনসারকে হারিয়ে শিরোপা জিতে নেয়। বাংলাদেশ আনসার পুরুষ বিভাগে রানার্স আপ হলেও নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে।
বিজ্ঞাপন
পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় হয়েছেন বিজিবির তরিকুল ইসলাম। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর ও বিওএর উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু সহ উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
এজেড/এনইউ
বিজ্ঞাপন