কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লাই
আন্তর্জাতিক অঙ্গনে বিশেষত সাউথ এশিয়ান গেমসে নিয়মিত পদক আসে কারাতে থেকে। গত এসএ গেমসে তিনটি স্বর্ণ পদক এনে কারাতে বেশ চমক সৃষ্টি করেছিল। প্রিয়া-অন্তরাদের অভিভাবক হিসেবে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লাই থাকছেন আরেক মেয়াদে।
আজ রোববার ছিল কারাতে ফেডারেশনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার দিন। ২৪ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা পড়েছে ২৭টি। দুই যুগ্ম সম্পাদকের পদের বিপরীতে তিনটি ও নির্বাহী সদস্য পদে অতিরিক্ত দু’টি ফরম জমা পড়েছে। ফলে বাকি পদগুলোতে ভোটাভুটি হচ্ছে না।
বিজ্ঞাপন
ক্য শৈ হ্লা গত মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালে তাকে সাবেক সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছিল। এবার অবশ্য তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। সাধারণ সম্পাদক পদে আনুষ্ঠানিকভাবে পুনরায় নির্বাচিত ঘোষণা হওয়ার আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। তারপরও আগামী চার বছর নিয়ে প্রাথমিক পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘২০১৯ সালে এসএ গেমসে স্বর্ণ সহ ততোধিক পদক পাওয়ার পর আমরা আরো বেশি গতিশীল হতে চেয়েছিলাম। এরপর করোনায় দুই বছর নিষ্ক্রিয়তা ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক আগামী চার বছর বাংলাদেশের কারাতেকে আন্তর্জাতিক পর্যায়ে নেয়ার চেষ্টা থাকবে। এজন্য প্রয়োজন প্রশিক্ষণ ও পরিকল্পনা। আমরা সেই লক্ষ্যে কাজ করব।’
ক্য শৈ হ্লা ক্রীড়া সংগঠক ছাড়াও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বেশ কয়েক বছর যাবৎ। এই বছর সংগঠক হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারও পেয়েছেন।
বিজ্ঞাপন
ফুটবল, ক্রিকেট বাদে বাকি সব ফেডারেশনের মূল পদ সাধারণ সম্পাদক। নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে মূলত থাকে বেশি আকর্ষণ। কিছু দিন আগে দুই প্যানেলের কথা শোনা গেলেও সম্প্রতি সমঝোতা হয়েছে। দু’টি পদে স্বতন্ত্র প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত তারা নির্বাচনে থাকেন কিনা এ জন্য প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
এজেড/এটি/এনইউ