বিদেশিদেরও পুরস্কার দেওয়ার ভাবনা ক্রীড়া মন্ত্রীর
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অনেক সাফল্য ও ইতিহাসের সঙ্গে রয়েছে বিদেশি ক্রীড়া ব্যক্তিত্বরা। বিদেশি এই ক্রীড়া ব্যক্তিত্বদের অবদান স্বরুপ ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ কোনো স্বীকৃতি নেই। আগামীতে বিদেশি ক্রীড়া ব্যক্তিত্বদেরও সম্মানিত করার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের। আজ (বুধবার) ক্রীড়া মন্ত্রণালয়ের ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এই কথা বলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মালদ্বীপে স্পোর্টস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সম্প্রতি। মালদ্বীপ ক্রীড়া মন্ত্রণালয় বাৎসরিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ সম্মাননা পেয়েছেন রবার্তো কার্লোসের মতো কিংবদন্তি ফুটবলারও। বাংলাদেশে জাতীয় ক্রীড়া পুরস্কারের সময় বিদেশি তারকা ক্রীড়াবিদদের আনা ও সম্মাননা দেয়ার বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘এটা একটি ভালো প্রস্তাবনা। আমরা বিদেশি কিংবদন্তি খেলোয়াড়দের সামনে আনতে পারি ও সম্মাননা জানাতে পারি। এতে আমাদের নাম বিশ্বে আরো বেশি ছড়িয়ে পড়বে।’
বিজ্ঞাপন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা তেমন আয়োজন করে না। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। সাংবাদিকরা তাদের পর্যবেক্ষণ ও মতামত ব্যক্ত করেছেন।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ইতিহাস সুলিপিবদ্ধ নেই। স্বাধীনতার ৫০ বছরে ক্রীড়াঙ্গনে অনেক অর্জন, ঘটনা থাকলেও সেগুলো সঠিক সংরক্ষণ নেই। এই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘খেলার রেকর্ড থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। খেলার রেকর্ড সংরক্ষণের উদ্যোগও নেওয়া হবে।’
বিজ্ঞাপন
মত বিনিময় সভায় উঠে এসেছে ক্রীড়াঙ্গনে চলমান অসঙ্গতি-সমস্যার কথাও। বঙ্গবন্ধু স্টেডিয়াম কমপ্লেক্স ক্রীড়াঙ্গনের প্রাণকেন্দ্র। খেলার প্রাণ কেন্দ্র হলেও এখানে যানজট, গাড়ি পার্কিংয়ে খেলার চেহারাই হারিয়ে যায়। এই বিষয়ে মন্ত্রীর বক্তব্য, ‘এখানে গাড়ি যাতে বেশি পার্কিং না করতে পারে এজন্য আমরা আলাদা মনিটরিং টিম করেছি। তারা এটি পর্যবেক্ষণ করেছে।’
মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা একেকভাবে খেলা আয়োজন ও প্রতিভা অন্বেষণ করে। ফলে রাষ্ট্রের অর্থের ব্যয় হলেও সেই অনুপাতে উপযোগীতা আসে না সমন্বয়হীনতার ফলে। ভবিষ্যতে এই বিষয়ে সমন্বয় আরো সুদৃঢ় করার কথাও ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
রাজধানীর অফিসার্স ক্লাবে ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, বিকেএসপির মহাপরিচালক মাজহারুল হক। মন্ত্রণালয়ের এই ইফতারে দেশের শীর্ষ পর্যায়ের ক্রীড়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এজেড/এমএইচ/এটি