রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের মতো মিশ্র ইভেন্টেও প্রি কোয়ার্টারে বাদ পড়েছে বাংলাদেশ। পুরুষ দলগতর মতো মিশ্রতেও বাংলাদেশ কোরিয়ার বিপক্ষে হেরেছে। 

১/১২ রাউন্ডে বাংলাদেশ তুরস্ককে ৫-৩ সেটে হারায়। রুবেল ও দিয়া প্রথম দুই সেট জেতেন। তৃতীয় সেটে হারেন। চতুর্থ সেট জয় পরাজয়ের নির্ধারণী হিসেবে দাড়ায়। শেষ সেটে ৩৭-৩৭ পয়েন্টে ড্র হলে বাংলাদেশ ৫-৩ সেটে জেতে। 

১/৮ রাউন্ডে দিয়ারা কোরিয়ার সঙ্গে ৬-২ সেট পয়েন্টে হারলেও যথেষ্ট লড়াই করেছে। প্রথম সেট ৩৮-৩৮ এ ড্র। পরের সেটে কোরিয়া জেতে। তৃতীয় সেটে আবার ড্র। শেষ সেটে দিয়ারা জিতলে ম্যাচটি যেত টাইব্রেকারে। চতুর্থ সেটে ৩৭-৩৫ ব্যবধানে হেরে যাওয়ায় দিয়া-রুবেল প্রি কোয়ার্টার থেকে বিদায় নেয়। 

দিয়া একমাত্র নারী আরচ্যার হিসেবে যাওয়ায় রিকার্ভ নারী দলগত ইভেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারছে না। আজ (শুক্রবার) রিকার্ভ ব্যক্তিগত ইভেন্ট রয়েছে। 

এজেড/এইচএমএ