বক্সিং রিংয়ে স্ট্রোকের শিকার, অকাল মৃত্যু বক্সারের
লড়াইটা চলছিল সেয়ানে সেয়ানে। শেষ রাউন্ডের খেলায় তখন ফলাফলের অপেক্ষায় দর্শকরা। তখনই ঘটল অঘটন। দক্ষিণ আফ্রিকান বক্সার সিসিমো বুথেলেজি ঘুরে চলে গেলেন এক পাশে। জ্ঞান হারাচ্ছেন বুঝেই রেফারি খেলা শেষের আদেশ দিয়ে তাকে পাঠালেন হাসপাতালে। তবে শেষ রক্ষা হলো না, বাঁচানো গেল না তাকে। মাত্র ২৪ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন এই বক্সার।
বিশ্ব বক্সিং সংস্থার পরিচালিত ডব্লিউবিএফ অল আফ্রিকা লাইটওয়েট প্রতিযোগিতা চলছে ডারবানে। তারই এক লড়াইয়ে বুথেলেজি মুখোমুখি হয়েছিলেন সিফেসিলে এমতুঙ্গওয়ার। সেই খেলার শেষ রাউন্ডের খেলা যখন চলছে, তখনই ঘটে এই বিপর্যয়।
বিজ্ঞাপন
এই ঘটনার পাঁচ সেকেন্ড আগেও সুবিধাজনক অবস্থানে ছিলেন বুথেলেজি। ঘুসি চালাতে চালাতে প্রতিপক্ষ সিফেসিলেকে এক সময় নিয়ে যান রিংয়ের ধারে, নিয়ন্ত্রণ হারিয়ে সিফেসিলে আছড়ে পড়েন দড়িতে।
— Tim Boxeo (@TimBoxeo) June 5, 2022
এরপরই ঘটল ঘটনাটা। খেলা আবারও শুরু করার পরেই দিশেহারা হয়ে পড়েন বুথেলেজি। ডান দিকে ঘুরে গিয়ে শূন্যে ঘুসি চালাতে শুরু করেন, এমন দৃশ্যের দেখা মেলে কেবল অনুশীলনের সময়ে।
বিজ্ঞাপন
প্রথমে বোঝা যায়নি। তবে রেফারি যখনই বুঝতে পারলেন, তখনই খেলা বন্ধ করে ডাক্তারদের রিংয়ে আসার নির্দেশ দেন। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বুথেলেজির। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিছু ক্ষণ পরে তার মৃত্যু হয়।
তার এই মৃত্যুতে দর্শকরা তো বটেই, চিকিৎসকরাও হতবাক হয়ে যান। তার ট্রেইনার ভেখি মঙ্গোমেজুলু তাদের একজন। তিনি জানান, ‘সে তো ম্যাচে সুবিধাজনক অবস্থানে ছিল! এমনকি ম্যাচের আগেও তার শারীরিক অবস্থা খুবই ভালো ছিল। সেই থেকে কেন এমন হলো তা ব্যাখ্যাতীত। আমি সত্যিই বলতে পারব না তার সঙ্গে আসলে কী হয়েছে!’
বক্সিং দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে শোকবার্তা জানিয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত করতে একটি স্বাধীন মেডিক্যাল রিভিউ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।
এনইউ