জাতীয় খেলা কাবাডি আগে পল্টনস্থ কাবাডি কোর্টেই সীমাবদ্ধ ছিল। ফেডারেশন এই খেলাটির প্রচার-প্রসারে তেমন ভূমিকা রাখতে পারেনি। সাম্প্রতিক সময়ে কাবাডি অবশ্য নতুন রূপ পেয়েছে। ফেডারশেনের বর্তমান নেতৃত্ব কাবাডিকে আধুনিকায়ন, প্রচার-প্রসারে বিশেষ জায়গায় নিয়েছে। 

দেশের গণ্ডি পেরিয়ে জাতীয় খেলাকে বিদেশের মাটিতে আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। দুবাইয়ের মাটিতে ফ্র্যাঞ্চাইজি কাবাডি টুর্নামেন্ট আগামী বছর করার রুপরেখা তৈরি করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। কিছু দিন আগে দুবাই থেকে ঘুরে এসে ফেডারেশনের যুগ্ম সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘দুবাইয়ে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে। দুবাইতে ফ্রাঞ্চাইজি ভিত্তিক কাবাডি আয়োজন করা সম্ভব।’

প্রথম আসরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আজমান, শারজাহ, আবুধাবি, রাআস আল খাইমাহ ওউম্ম আল ক্বাওয়াইন এই ছয়টি প্রাদেশিক দল নিয়ে করার ভাবনা রয়েছে। প্রত্যেক দলে জাতীয় দলের একজন করে আইকন খেলোয়াড় থাকবেন, যাদের নিলাম হবে। ১২ খেলোয়াড়ের কোটার মধ্যে প্রতিটি দলে আরও কিছু জাতীয় খেলোয়াড় যোগ হতে পারে। প্রতিটি দল চারজন করে বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারলেও কোর্টে খেলতে পারবেন দুই জন করে। 

ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের আগে দুবাইয়ে ঈদের পর একটি পরীক্ষামূলক টুর্নামেন্টও করেছে। চারটি দল নিয়ে গেল মাসে আজমানে অনুষ্ঠিত হয়েছিল বঙ্গবন্ধু কাপ কাবাডি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহযোগিতায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের দুয়ারে কনস্যুলেটের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় ফাইনালে আবুধাবিকে ৮-৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুবাই। অন্য দুটি দল ছিল আজমান ও শারজাহ। মূলত প্রবাসী বাঙালি কাবাডি খেলোয়াড়দের খেলাটার প্রতি যাচাই করার টুর্নামেন্ট ছিল বঙ্গবন্ধু কাপ।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি হাবিবুর রহমান আমেরিকায় রয়েছেন। আগামী মাসের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরবেন। কোরবানি ঈদের পর কাবাডি ফেডারেশন এই বিষয়ে আরো কার্যকরি পদক্ষেপ গ্রহণ করবে। 

এজেড/এনইউ