ফুটবল, ক্রিকেট বাদে দেশের অন্য সব খেলা সার্ভিসেস বাহিনী নির্ভর। জাতীয় খেলা কাবাডিও সার্ভিসেস দলগুলোর উপর নির্ভরশীল। রাজধানীর পল্টনস্থ জাতীয় কাবাডি স্টেডিয়ামে আগামীকাল সোমবার শুরু হতে যাচ্ছে সার্ভিসেস কাবাডি লিগ। 

বিগত আসরগুলোর মতো এবারও সাতটি সেবা দল অংশ নিচ্ছে এই সার্ভিসেস লিগে। দুই শিরোপা প্রত্যাশী দল নৌবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ম্যাচ দিয়ে আগামীকাল সোমবার বিকাল ৪টায় শুরু হচ্ছে সার্ভিসেস লিগ। জাতীয় কাবাডি স্টেডিয়ামে পরের ম্যাচে গত আসরের ফাইনালে হেরে যাওয়া সেনাবাহিনীর প্রতিপক্ষ বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

৩ জুলাই সার্ভিসেস লিগ শেষ হবে নৌ বাহিনী ও সেনাবাহিনীর মধ্যকার ম্যাচ দিয়ে। লিগ পদ্ধতিতে খেলা শেষে শীর্ষ দল পাবে শিরোপা। আগামীকাল লিগের উদ্বোধন করবেন বাংলাদেশ কাবাডি ফেডারেশন সহসভাপতি ইয়াসির আহমেদ খান। উপস্থিত থাকবেন রানার গ্রুপের হেড অব মিডিয়া ওয়াহিদ মুরাদ সহ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।

কাবাডিতে ২০২১ সালটা দারুণ কেটেছে নৌবাহিনীর। করোনা দুঃসময় কাটিয়ে মুজিববর্ষে আয়োজিত বিজয় দিবস কাবাডির পর সেনাবাহিনীকে ২৬-২২ পয়েন্টে হারিয়ে জিতেছিল সার্ভিসেস লিগের শিরোপাও। নৌসেনাদের সামনে এবার সার্ভিসেস লিগের শিরোপা ধরে রাখার মিশন। 

এজেড/এটি