২৮ জুলাই থেকে ইংল্যান্ডের বার্মিংহামে শুরু হবে ২২ তম কমনওয়েলথ গেমস। এই গেমসের বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন ছিলেন বিওএ সহ-সভাপতি ও আরচ্যারি ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মইনুল ইসলাম (অব.)। বর্তমানে তিনি শারীরিক অসুস্থতার জন্য শেফ দ্য মিশনের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন।

মইনুল ইসলামের আকস্মিক শারীরিক অসুস্থতার জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) কমনওয়েলথ গেমসে বিওএ সদস্য এবং বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টুকে শেফ দ্য মিশন মনোনীত করেছে। মন্টু বর্তমানে যুক্তরাষ্ট্রের ওরিগনে রয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে। সেখান থেকে মুঠোফোনে বলেন, ‘প্রথমে আমাদের অগ্রজ মইনুল ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি এবং অলিম্পিক এসোসিয়েশন আমার উপর এই আস্থা রাখায় মাননীয় সভাপতি,মহাসচিব সহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’


 
গেমসে শেফ দ্য মিশন বেশ বড় দায়িত্ব। এর আগে বিভিন্ন গেমসে কর্মকর্তা হিসেবে অংশ নিলেও শেফ দ্য মিশন হিসেবে এবারই প্রথম মন্টুর। শেফ দ্য মিশন হিসেবে দেশের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষা করতে বদ্ধ পরিকর এই সংগঠক, ‘মইনুল ভাই গেমস নিয়ে অত্যন্ত সক্রিয় ছিলেন। তিনি এই গেমস উপলক্ষ্যে অনেক সভা করেছে। ইতোমধ্যে অনেক কাজই সম্পন্ন করেছেন। আমি তার কাজ ও পরিকল্পনাই অনুসরণ করব। গেমসের সময় দলীয় শৃঙ্খলা এবং বাংলাদেশের অ্যাথলেটদের সুযোগ-সুবিধার ব্যাপারে সচেষ্ট থাকব।’

আরও পড়ুন >> খেলা দেখতে গিয়ে ‘হারিয়ে যাওয়ার’ ১১ বছর পর ফিরলেন ঘরে

যুক্তরাষ্ট্রে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের ইমরানুর রহমান ২২ জুলাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইমরানের ইভেন্ট শেষে ২৪ জুলাই যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যের বার্মিংহামে রওনা হবেন মন্টু। ২৫ জুলাই কমনওয়েলথ গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন বার্মিংহাম গেমস ভিলেজে উপস্থিত থাকার কথা।

এজেড/এইচএমএ