এবারের পাইওনিয়ার ফুটবল লিগ শুরু হয়েছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। আগামীকাল ফাইনালও হবে এই ভেন্যুতে। পাইওনিয়ার থেকে দুই দল তৃতীয় বিভাগে উঠবে। ফলে কালকের লড়াইটি শুধু শিরোপা নিষ্পত্তির।

বয়স ভিত্তিক টুর্নামেন্ট মানেই কারচুপির অভিযোগ। আগামীকাল ফাইনালে খেলতে যাওয়া জারা গ্রীন ভয়েস কিশোর বাংলা ক্লাবের চার খেলোয়াড়ও ছিল সন্দেহের তালিকায়। পরবর্তীতে মেডিকেল পরীক্ষায় সেই খেলোয়াড়দের বয়স ১৫’র নিচে এসেছে। ফলে এবারের পাইওনিয়ারকে বিতর্কমুক্ত বলতে চান ডেপুটি চেয়ারম্যান মহিদুর রহমান মেরাজ, ‘জারার উপর প্রথম লিখিত অভিযোগ এসেছিল। এরপর আমাদের চেয়ারম্যান এভারকেয়ারে পরীক্ষা করিয়েছেন। সব খেলোয়াড়ই বয়সসীমার মধ্যেই। যারা এবার টুর্নামেন্ট খেলছে সবাই মেডিকেল রিপোর্ট নিয়ে খেলছে। বেশি বয়স হওয়ার সুযোগ নেই।’ সুযোগ অবশ্য বাফুফের পাইওনিয়ার লিগ কমিটি নিজেরাই দিয়েছে। অ-১৫ টুর্নামেন্ট। অথচ অনেক দল গঠনে সমস্যা হওয়ায় অনুর্ধ্ব ১৬ ফুটবলার পাঁচ জন করে নিবন্ধন করার সুযোগ দিয়েছে অনুরোধের প্রেক্ষিতে।

আরও পড়ুন >> স্কুল ফুটবলে বাংলাদেশের সেরা নীলফামারীর স্কুল

পাইওনিয়ার ফুটবলের চূড়ান্ত পর্বের খেলাগুলো পল্টন ময়দান ও কমলাপুর স্টেডিয়ামে হয়েছে। ফাইনালটি শুধু কিংস অ্যারেনায় করার পেছনে কারণ সম্পর্কে ডেপুটি চেয়ারম্যান বলেন, ‘কমলাপুর স্টেডিয়ামের সামনে গরুর হাট সংক্রান্ত প্রতিবন্ধকতা থাকে। খেলোয়াড় , মিডিয়া সবার বিষয় বিবেচনা করে আমরা ফাইনালটি কিংস অ্যারেনায় দিয়েছি।’

কমলাপুর স্টেডিয়ামের গেটের সামনে ফুটপাতে গরুর হাট রয়েছে। কিছু গরু গেটের ভেতরেও আছে। এই কমলাপুর স্টেডিয়ামে বাফুফের এলিট একাডেমীর ফুটবলাররা থাকেন। এই পরিবেশের মধ্যে পাইওনিয়ারের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হয়েছে। কমলাপুর স্টেডিয়ামের সামনে হাট সম্পর্কে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদকে আমরা বিষয়টি জানিয়েছি। স্টেডিয়ামের পরিবেশ যাতে সঠিক থাকে সেজন্য আমরা ইতোমধ্যে মতিঝিল ডিসি আব্দুল আহাদকেও অবহিত করেছি। তিনি আশ্বস্ত করেছেন আজকের মধ্যে এখান থেকে গরু সরানোর ব্যবস্থা নেয়া হবে।’

বরিশাল ফুটবল একাডেমীর সহ-অধিনায়ক তামিম ইকবাল ফাইনালে ট্রফি ধরতে চান, ‘আমরা তৃতীয় বিভাগে উন্নীত হয়েছে এজন্য খুশি। কাল চ্যাম্পিয়ন হলে ঈদটা দারুণ কাটবে’। জারা গ্রীন ভয়েস কিশোর বাংলা ক্লাবের অধিনায়ক আবু শাহরিয়ার সিফাতও আত্মবিশ্বাসী, ‘আমাদের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া খুব ভালো। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো করেছি আশা করি ফাইনালটাও ভালো হবে।’

আরও পড়ুন >> পাইওনিয়ারের ফাইনালিস্ট নির্ধারণ টাইব্রেকারে

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) অনুষ্ঠিত ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলনের বিজ্ঞপ্তিতে পাইওনিয়ার থেকে চারটি দল তৃতীয় বিভাগে লেখা ছিল। এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে অবশ্য ডেপুটি চেয়ারম্যান দু’টি দলের কথা বলেছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কোনো অর্থ পুরস্কার নেই এবং তৃতীয় বিভাগ খেলারও সুযোগ নেই। অর্থহীন একটি ম্যাচ আয়োজনের পেছনে বাফুফে সাধারণ সম্পাদকের যুক্তি,‘ অনেক সময় তৃতীয় ও চতুর্থ পজিশন দরকার পড়ে। এজন্য এটি আয়োজন করা। আমরা অন্য টুর্নামেন্টগুলোতেও এগুলো করব।’ 

জাতীয় ফুটবল ও স্কুল ফুটবলে সেরা রেফারির পুরস্কার দেয়া হলেও পাইওনিয়ারে থাকছে না। এই সকল অসঙ্গতি আগামী মৌসুম থেকে দূর করার অঙ্গীকার করেছেন সাধারণ সম্পাদক, ‘প্রতিটি আয়োজনের পুরস্কার প্রদানে সামঞ্জস্যতা থাকবে সামনের মৌসুম থেকে।’
 
এজেড/এইচএমএ