‘অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না’
২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশের বক্সাররা রিংয়েই নামতে পারেননি। আল আমিনদের রিংয়ে নামতে না পারার দায় তাদের নয়, কর্মকর্তার। কারণ ম্যানেজার মিটিংয়ে উপস্থিত না থাকায় আয়োজকরা বাংলাদেশকে অনুপস্থিত ধরেছে।
সামনে বাংলাদেশের দুটি আন্তর্জাতিক গেমস। কমনওয়েলথ গেমস শেষ হওয়ার পরদিনই ইসলামিক সলিডারিটি গেমস। ইংল্যান্ডের বার্মিংহামে সাত ডিসিপ্লিন ও তুরস্কের কোনিয়ায় ১১ ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ। বার্মিংহামে ৫০ জনের কন্টিনজেন্ট আর কোনিয়ায় ৮৪ জনের।
বিজ্ঞাপন
ইসলামিক গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর শৃঙ্খলাজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার অঙ্গীকার করলেন, ‘আমরা ইতোমধ্যে সকল ডিসিপ্লিনের ম্যানেজারকে যার যার দায়িত্ব সম্পর্কে অবহিত করেছি। খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছি। পাশাপাশি আমরা যারা দায়িত্বে রয়েছি তারাও এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকব। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটবে না।’
আরও পড়ুন >> দুই গেমসে বাংলাদেশের পতাকাবাহী দুই স্বর্ণজয়ী নারী
বিজ্ঞাপন
বিওএ সদস্য সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর মূলত তৃণমূলের সংগঠক। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন এক সময়। জেলা-বিভাগীয় ক্যাটাগরিতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন দুই মেয়াদে। আন্তর্জাতিক গেমসে দেশকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব এবারই প্রথম তার, ‘মাল্টি স্পোর্টস নিয়ে কাজ করা দারুণ চ্যালেঞ্জিং। আমিও এখানে অনেক কিছু শিখছি ও জানছি।’
কমনওয়েলথ ও ইসলামিক গেমসে কয়টি পদক প্রত্যাশা করা যায় এই প্রশ্নটি ঘুরে ফিরে এসেছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন বরাবরই বিষয়টি ফেডারেশনগুলোর পরিকল্পনা ও সামর্থ্যের কথা বলেছেন। বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘ফেডারেশনগুলো জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়ের অধীনে। ফেডারেশনগুলোর সীমাবদ্ধতা ও চাহিদা অনেক। তাদের শক্তি আরো বৃদ্ধি করা প্রয়োজন। ফেডারেশনগুলো পরিকল্পনা নিলে বিওএ থেকে আমরা অবশ্যই সহযোগিতা করব।’
কিছু দিন আগে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ অংশ নিয়েছিল। সেই চ্যাম্পিয়নশীপে সাঁতারুরা ভালো টাইমিং করতে পারেননি। আন্তর্জাতিক পর্যায়ে নিজ খেলায় অনেক ফেডারেশনই কাঙ্খিত ফল করতে পারছে না সেই ফেডারেশনগুলো আবার গেমসে যাচ্ছে কিসের ভিত্তিতে এমন প্রশ্নের উত্তরে অলিম্পিকের মহাসচিব বলেন, ‘অনেক ফেডারেশনই আগের চেয়ে অবস্থা উন্নতি করছে। ছয় মাস আগেও অ্যাথলেটিক্সে সম্ভাবনা সেই অর্থে ছিল না। এখন কিন্তু অ্যাথলেটিক্সে সম্ভাবনা তৈরি হচ্ছে। সাঁতার হয়তো আজ ভালো করেনি কিন্তু সামনে করতে পারবে। গেমস মানেই অ্যাথলেটিক্স ও সাঁতার। এটি মানতে হবে। আমরা সকল ফেডারেশনকেই পর্যালোচনা করি।’
এজেড/এইচএমএ