দৌড় শেষ করে বাংলাদেশের দ্রুততম মানব স্কোরবোর্ডের দিকে তাকিয়ে রইলেন। ১০০ মিটার স্প্রিন্টের ৪ নম্বর হিটে ইমরান ১০.০১ সেকেন্ড টাইমিং দেখে গ্যালারিতে থাকা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, শেফ দ্য মিশন সিরাজউদ্দীন আলমগীরের উচ্ছ্বাস। ইসলামিক সলিডারিটি গেমসে সোমবার নিজের হিটে দ্বিতীয় হয়ে পরবর্তী রাউন্ডে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব। তুরস্কের কোনিয়া থেকে মিলল গেমসে বাংলাদেশের জন্য দারুণ সুখবর!

কমনওয়েলথ গেমসে ইমরান ১০.৪৬ সেকেন্ড দৌড়েছিলেন। এক সপ্তাহের কম ব্যবধানে টাইমিং ০.৪৫ কমিয়ে এনেছেন। যেটা এক প্রকার অবিশ্বাস্য। এমন অসাধারণ পারফরম্যান্স করেও বেশ নির্ভার ইমরান, ‘ভালো লাগছে বাংলাদেশকে পরবর্তী রাউন্ডে নিতে পেরে। আমার এই পারফরম্যান্সের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, ফেডারেশন, বাংলাদেশ সেনাবাহিনী সহ সকলকে ধন্যবাদ জানাই!’

ইমরান যখন প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন তখন তাকে নিয়ে প্রশংসা করছিলেন অলিম্পিকের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, ‘সে অত্যন্ত মেধাবী ক্রীড়াবিদ। সেটা প্রমাণ করেছে।’ দুই গেমসের টাইমিংয়ের পার্থক্যের এত তারতম্য হওয়ার কারণ সম্পর্কে ইমরান বলেন, ‘কিছুটা ইনজুরি ছিল। এজন্য ভালো করতে পারিনি কমনওয়েলথ ও আমেরিকায়৷ আশা করি এর চেয়ে ভালো টাইমিং করব।’

এই বছরের শুরুতে ১০.৫০ সেকেন্ড টাইমিং করে জাতীয় রেকর্ড করে দ্রুততম মানব হয়েছিলেন। আমেরিকায় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দৌড়েছিলেন ১০.৪৭ সেকেন্ডে আর কমনওয়েলথে ১০.৪৬। আজ ১০.০১ সেকেন্ড দৌড়ে নিজের ক্যারিয়ারের সেরা সাফল্য বলছেন তিনি, ‘আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত এটা সেরা সাফল্য। অবশ্যই দারুণ মুহূর্ত আমার জন্য।’

তার এই সাফল্যের জন্য পরিবারকেও বিশেষ ধন্যবাদ দিয়েছেন, ‘পরিবার আমার প্রতি আস্থা রেখেছে ও সহায়তা করেছে। এজন্য এই অবস্থায় আসতে পেরেছি।’

গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীকাল। এর আগের দিনই গেমসের মুল আকর্ষণ ১০০ মিটার স্প্রিন্টের হিট। আগামীকাল রয়েছে সেমিফাইনাল ও ফাইনাল৷ ইমরানের চেয়ে আরো কম টাইমিংয়ে দৌড়েছেন কয়েকজন। এরপরও বাংলাদেশকে আশা দেখাচ্ছেন তিনি, ‘আগামীকাল আরো ভালো দৌড়াতে চাই। আশা করি ভালো কিছু করার।’

এজেড/এটি