বার্মিংহাম কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে সাফল্য পেয়েছিল বাংলাদেশ। পুরুষ দলগত বিভাগে কোয়ার্টারে উঠে পদকের সম্ভাবনা জেগেছিল। টিটির নারী খেলোয়াড়রাও দেশবাসীকে জয় উপহার দিয়েছিল। তবে সেই নারী দলের দুই খেলোয়াড় সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ নারী দ্বৈত বিভাগে অংশ না নিয়ে বেড়াতে গিয়ে তোপের মুখে পড়েছেন।

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির এক সভায় সে দুই নারী টেবিল টেনিস খেলোয়াড়কে শৃঙ্খলাজনিত কারণে আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই টেবিল টেনিস খেলোয়াড়ের নিষিদ্ধের খবর প্রথম প্রকাশ করে ঢাকা পোস্ট

‘অদ্ভুত’ কারণে দুই খেলোয়াড় নিষিদ্ধের খবরটি বিশ্ব গণমাধ্যমেও আলোচিত হয়েছে। ভারতের ইংরেজি সংবাদমাধ্যম দ্যা ব্রিজ দুই খেলোয়াড় নিষিদ্ধের সংবাদ প্রকাশ করে লিখেছে, ‘মেয়েদের একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত বিভাগে ৩টি ম্যাচ খেলার কথা সোমার। আর মৌয়ের শুধু দ্বৈত বিভাগে খেলার কথা ছিল। তবে তাদের দুজনের কেউই ম্যাচের দিন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেনি।’

এছাড়া ভারতের বাংলা ভাষার সংবাদমাধ্যম এই সময় দুই খেলোয়াড়ের নিষিদ্ধের খবর জানিয়ে লিখেছে, ‘কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে ডাবলস ইভেন্টে খেলার কথা ছিল বাংলাদেশের দুই খেলোয়াড় সোনম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ’র। কিন্তু ইভেন্টের দিন দু’জনেই উধাও হয়ে যান। তাদের ম্যাচ ছিল ৫ আগস্ট। কিন্তু সেই দিন তারা ছিলেন না বার্মিংহামে। এখানেই আয়োজিত হয়েছিল কমনওয়েলথ গেমস। ইভেন্টে না খেলে তারা লন্ডনে ঘুরতে গিয়েছিলেন। বিষয়টা তখনই জানা যায়।’ 

‘কাউকে না জানিয়ে এই ঘুরতে যাওয়াটা মোটেও মেনে নিতে পারেনি বাংলাদেশের টেবিল টেনিস ফেডারেশন। ঘুরতে যাওয়ার কারণে ওই দুই খেলোয়াড়কে নিষিদ্ধ করেছে তারা। এতে আন্তর্জাতিক ও ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না এই দুই ক্রীড়াবিদ।’

এইচএমএ