রোমানকে নিয়ে অলিম্পিকে সেমির স্বপ্ন
রোমান সানা
টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন বাংলাদেশের আরচ্যার রোমান সানা। তিনি জার্মান কোচ ফ্রেডরিক মার্টিনের অধীনে নিবিড় অনুশীলনে রয়েছেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপ নিয়ে সংবাদ সম্মেলনে উঠে এসেছে রোমান সানা প্রসঙ্গও।
আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের রোমান অনুশীলন চালিয়ে যাচ্ছে। তার এখন যে স্কোর। সেটা বিশ্ব মানের। এই স্কোর বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলার আশা করা যায়।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘স্বর্ণ বা পদক জয় হয়তো সম্ভব নয়। তবে অলিম্পিকে আমরা একটা সম্মানজনক ফল করতে চাই।’
জার্মান কোচ ফ্রেডরিক মার্টিন অবশ্য বাস্তব চিন্তা করছেন, ‘আমরা অনুশীলন চালিয়ে যাচ্ছি। ধাপে ধাপে এগুতে চাই। আশা করি রোমান ভালো কিছুই করবে।’
বিজ্ঞাপন
করোনা পরিস্থিতির জন্য গত বছর টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। এই বছর হওয়ার কথা। এখনোও অনেক প্রশ্ন রয়েছে অলিম্পিক ঘিরে। আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন চপল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ।
টোকিও অলিম্পিকের ভবিষ্যত সম্পর্কে বলেন, ‘আইওসি এই বছর জুলাইয়ে গেমস আয়োজনের কথা বলেছে। আমরা সেই লক্ষ্যে প্রস্তুতি নিয়ে যাচ্ছি। আইওসি’র নির্দেশনাই আমরা অনুসরণ করছি।’
এজেড/এমএইচ/এটি