‘নিষিদ্ধ’ খেলোয়াড়ে চ্যাম্পিয়ন পুলিশ
এক সময় দেশের অন্যতম জনপ্রিয় খেলা ছিল টেবিল টেনিস। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে জুনিয়র প্রতিযেগিতায় ভালো কিছু অর্জন রয়েছে টিটিতে। তবে কমনওয়েলথ গেমসে ‘ওয়াকওভার’ ইস্যুতে টিটি সহ পুরো ক্রীড়াঙ্গন ছিল তোলপাড়। ফেডারেশন সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌকে নিষিদ্ধ করেছিল।
সেই নিষিদ্ধ থাকা দুই খেলোয়াড় সোমা ও মৌ এবার বাংলাদেশ পুলিশকে মহানগর টিটি প্রতিযোগিতায় মহিলা বিভাগে চ্যাম্পিয়ন করেছেন। এই দলের আরেক জন খেলোয়াড় মাহী। মেয়েদের লিগে ২২ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে পুলিশ। ১৬ পয়েন্ট পেয়ে দীর্ঘদিনের মুকুট হারিয়েছে আাবাহনী লিমিটেড। তৃতীয় হয়েছে জেবিএল-৭১।
বিজ্ঞাপন
গত ১১ বছর আবাহনী লিমিটেডকে চ্যাম্পিয়ন করিয়েছেন এই সোমা-মৌ’ই। তারা এবার দলবদল করে খেলেছেন বাংলাদেশ পুলিশে। ঢাকা মহানগর টেবিল টেনিসে মেয়েদের লিগের শিরোপা আর সোনম সুলতানা যেন পরিপুরক। এবার পুলিশে এসেই প্রথমবারের মতো দলটিকে চ্যাম্পিয়ন করালেন। চ্যালেঞ্জ উতরে চ্যাম্পিয়ন হলেও তেমন প্রতিক্রিয়া নেই সোমার, ‘বেশ প্রতিকূল পরিস্থিতি পার করেছি কিছুদিন। এর ফলে অনুশীলনও সেভাবে করা হয়নি। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছি। চ্যাম্পিয়ন হলেও সেভাবে প্রতিক্রিয়া আসছে না সাম্প্রতিক কিছু ঘটনায়।’
ফেডারেশন প্রথম দুই খেলোয়াড়কে আন্তর্জাতিক অঙ্গনে তিন বছর ও ঘরোয়া পর্যায়ে দুই বছর নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। দুই খেলোয়াড়ের আবেদনের প্রেক্ষিতে উভয় পর্যায়ে এক বছর সাজা কমানো হয়। নিষিদ্ধের সিদ্ধান্ত নিলেও ক্লাবের সঙ্গে আগেই চুক্তি হওয়ায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পর সাজা কার্যকর হবে। ফেডারেশন শুধু খেলোয়াড়কে শাস্তি দিলেও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন পুরো বিষয়টি নিয়ে গভীর তদন্ত করেছে। বিওএ’র তদন্ত কমিটির কাছে অভিযুক্ত খেলোয়াড়রা সাক্ষ্য দেয়ার পাশাপাশি ফেডারেশনের সাধারণ সম্পাদকও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।
বিজ্ঞাপন
বুধবার শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়ালটন ঢাকা মহানগর টেবিল টেনিসে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় লিগ কমিটির চেয়ারম্যান ও সাবেক তারকা টিটি খেলোয়াড় সাইদুল হক সাদি উপস্থিত ছিলেন। আগামীকাল প্রিমিয়ারে শিরোপা নির্ধারিত ম্যাচে ওয়ারী ক্লাবের মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ক্লাব।
এজেড/এটি