শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত সুপার লিগের খেলায় বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে নেপালকে পরাজিত করে। বাংলাদেশ দল সুপার লিগে দুই খেলায় ৩ ম্যাচ পয়েন্ট ও ৬ গেম পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। শ্রীলঙ্কা ৩ ম্যাচ পয়েন্ট ও ৫ গেম পয়েন্ট পেয় রানারআপ ও নেপাল কোনো ম্যাচ পয়েন্ট না পেয়ে ১ গেম পয়েন্ট নিয়ে তৃতীয় হয়। ছয় জাতির এ ইভেন্টে পাকিস্তান চতুর্থ, মালদ্বীপ পঞ্চম ও ভুটান ষষ্ঠ হয়।

প্রতিযোগিতায় মোট ১০ হাজার মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হয়। চ্যাম্পিয়ন দল বাংলাদেশ ৪ হাজার মার্কিন ডলার, রানারআপ দল শ্রীলঙ্কা ৩ হাজার মার্কিন ডলার, তৃতীয় স্থান অধিকারী নেপাল ২ হাজার মার্কিন ডলার, চতুর্থ স্থান অধিকারী পাকিস্তানকে ১ হাজার মার্কিন ডলার পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আজ অনুষ্ঠিত বাংলাদেশ বনাম নেপালের খেলায় বাংলাদেশের পক্ষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান যথাক্রমে নেপালের ফিদে মাস্টার রাজভান্ডারি রিজেন্দ্রা, ফিদে মাস্টার বিলাম লাল শ্রেষ্ঠা, সিঙ্গেশ্বর দাস রাজেন্দ্রা ভাজরাচারিয়া পরাজিত করেন। বাংলাদেশ দলের পক্ষে অংশগ্রহণ করেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন ফিদে ইন্সট্রাক্টর মাসুদুর রহমান মল্লিক।

অন্যদিকে ইন্দোনেশিয়ার বালি শহরে এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে রোপ্য পদক লাভ করার গৌরব অর্জন করেছেন। ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেট মাস্টার নীড় ভারতের ভাজ ইথানের সাথে স্বর্ণ পদকের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে রানারআপ হয়ে রৌপ্য পদক লাভ করেন।

ওপেন অনূর্ধ্ব-১৮ গ্রুপে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে রৌপ্য ও ব্রোঞ্জ পদকের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ হয়ে পদক লাভে বঞ্চিত হন। অন্যান্যদের মধ্যে বালিকা অনূর্ধ্ব-১০ গ্রুপে ওয়ারসিয়া খুশবু ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে নবম হন। এশিয়ার ২০টি দেশ এ ইভেন্টে অংশগ্রহণ করে।

এজেড/এসএসএইচ