পুরুষ টিটিতেও সেরা পুলিশ
নারী বিভাগের পর পুরুষ বিভাগেও সেরা হয়েছে বাংলাদেশ পুলিশ ক্লাব। নারী বিভাগে সোমারা অনেকটা সহজে অপরাজিত চ্যাম্পিয়ন হলেও পুরুষ বিভাগে মানস-জাভেদদের বেশ বেগ পেতে হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ দিনে ওয়ারীর বিপক্ষে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি জিতে শিরোপা নিষ্পত্তি করেছে পুলিশ।
শতবর্ষী ক্লাব ওয়ারী লিগ শিরোপার দাবিদার ছিল। রামহিম,হৃদয়ের সমন্বয়ে বেশ দুর্দান্ত দল ছিল ওয়ারী। শুরু থেকে দাপটের সাথে খেলা ওয়ারী আজও পুলিশের সঙ্গে দারুণ লড়াই করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ সেটে পুলিশের সঙ্গে হেরেছে। পুলিশ ক্লাবে খেলছেন বাংলাদেশের টিটির অন্যতম তারকা মানস চৌধুরি। তিনি অভিজ্ঞতার আলোকে ম্যাচটি বের করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন।
বিজ্ঞাপন
প্রিমিয়ার লিগে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছে যথাক্রমে পাললিক ও উত্তরা টেবিল টেনিস। ঢাকা মহানগরী টুর্নামেন্টে প্রথম বিভাগও হয়েছে। প্রথম বিভাগের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজয় টিটি ক্লাব।
আজ ওয়ারী-পুলিশ ম্যাচের পর পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়। বিকেএসপির পরিচালক প্রশিক্ষণ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ইমতিয়াজ ফারুক এছাড়াও ছিলেন লিগ কমিটির চেয়ারম্যান সাইদুল হক সাদী,সদস্য সচিব আসাদুজ্জামান বাদশা, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার হাসান মুনীর সুমন।
বিজ্ঞাপন
এজেড/এটি