১৫ স্বর্ণের নিষ্পত্তি
ওয়ালটন ফেডারেশন কাপ তায়কোয়ানদো শুরু হয়েছে। আজ প্রথম দিনে ১৫ স্বর্ণের নিষ্পত্তি হয়েছে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা শহরের ১০টি জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, ক্লাব হতে প্রায় সাড়ে তিনশ তায়কোয়ানদোকা বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন।
শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে অনুষ্ঠিত খেলায় সিনিয়র পুরুষ ফাইটে কুমিল্লা ও সিরাজগঞ্জ স্বর্ণপদক জেতে। পুমসে ক্যাটাগরিতে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজ ও মিরপুর ডিওএইচএস তায়কোয়ানদো ক্লাব চারটি করে এবং গুলশান-বাড্ডা তায়কোয়ানদো ক্লাব তিনটি ও সিরাজগঞ্জ দুটি স্বর্ণপদক জেতে।
বিজ্ঞাপন
প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার। এ সময় ফেডারেশনের সভাপতি মোর্শেদ হোসেন কামাল ও সাধারন সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
এজেড/এনইআর
বিজ্ঞাপন