বছরের শেষ দিনে শুরু হ্যান্ডবল
বছরের শেষ দিন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন জাতীয় হ্যান্ডবল শুরু করেছে। আজ শহীদ ক্যাপ্টেন অব মনসুর আলী স্টেডিয়ামে ৩৩ তম হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়।
উদ্বোধনী দিনে ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা ৩৭-০ গোলে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে। পরের ম্যাচে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ২৭-০৮ গোলে খুলনা জেলা ক্রীড়া সংস্থাকে হারায়। সকালের আরেক খেলায় লালমনিরহাট ১৫-০৯ গোলে পটুয়াখালীর বিরুদ্ধে জয়লাভ করে।
বিজ্ঞাপন
বিকেলে অনুষ্ঠিত হয় আরো তিনটি ম্যাচ। সেই ম্যাচগুলো খানিকটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। নড়াইল জেলা ৩৭-২০ গোলে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। বিকেলের দ্বিতীয় ম্যাচটি সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ৩২-২৭ গোলে কুমিল্লা জেলাকে পরাজিত করে। দিনের শেষ ম্যাচে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা ৩৮-১৮ গোলে ঠাকুরগাও জেলাকে হারায়।
আজ সকালে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল। এ সময় ফেডারেশন ও পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এজেড/এনইআর