শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স রমনায় আজ আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। প্রতিযোগিতার প্রথম দিনে বালক এককের ৪টি এবং বালিকা এককের ৬টি অর্থাৎ মোট ১০ টি খেলা অনুষ্ঠিত হয়। 

বালিকা এককের প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের হুমায়রা হায়দার জারা ৬-২, ৬-২ গেমে প্রতিপক্ষ মঙ্গোলিয়ার খসলঙ্গো গনবতারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে। অপর খেলায় বাংলাদেশের সুমাইয়া আক্তার ০-৬, ০-৬ গেমে প্রতিপক্ষ চাইনিজ তাইপের ইয়ান রং ঝং এর নিকট পরাজিত হন। বালিকা এককের অন্যান্য খেলায় মঙ্গোলিয়ার আলদারকাশিং, মালদ্বীপের ইমানী মোছা, মায়ানমারের তায় হায়াত এবং চানিজ তাইপের ইয়েন সি চিং জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন। 

অপরদিকে বালক এককের খেলায় মায়ানমারের দার ও, চাইনিজ তাইপের ইয়েন লিও, চাইনিজ তাইপের শাও-চি ছু এবং আদম আই নিয়াজ জয়ী হয়ে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়। আগামীকাল বালক ও বালিকা এককের খেলা এবং এককের খেলা শেষে দ্বৈতের খেলা শুরু হবে। 

এজেড/এনইআর