বিশ্ব দাবা সংস্থা বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে প্রথমবারের মতো অলিম্পিয়াড আয়োজন করেছে। সার্বিয়ার বেলগ্রেডে চলমান সেই অলিম্পিয়াডে বাংলাদেশ অংশ নিয়েই চমক দেখালো।

১ম ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজ তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশ ১১নং সিডেড দল চেক রিপাবলিককে ৩.৫-০.৫ গেম পয়েন্টে পরাজিত করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার বাংলাদেশ সময় রাতে সার্বিয়ার বেলগ্রেড শহরে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়। তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের পক্ষে মোঃ খোরশেদ আলম , সৈয়দ এজাজ হোসেন ও মোঃ আলী নেওয়াজ সরকার যথাক্রমে চেক রিপাবলিকের আন্তর্জাতিক মাস্টার ওরসাগ মিলান, আন্তর্জাতিক মাস্টার বাবুলা মিলান ও মহিলা ফিদে মাস্টার রিভোভা আন্নাকে পরাজিত করেন।

বাংলাদেশের বাপ্পী সরকার চেক রিপাবলিকের ভেলেন্টা ভিট ভেক্লাভের সঙ্গে ড্র করেন। বৃহস্পতিবার চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ ৫ নং শীর্ষ বাছাই কিউবার সঙ্গে খেলছে। বাংলাদেশ দলের নন প্লেয়িং অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে ইন্সট্রেটর মাসুদুর রহমান মল্লিক দিপু।

এজেড/এফআই