জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটরিয়ামে সবার দৃষ্টি তখন প্রজেক্টরে। ইমরানুর রহমানের এশিয়ান ইনডোরে ৬০ মিটারে সেরা হওয়ার মুহূর্ত দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শুরু করেছে অ্যাথলেটিক্স ফেডারেশন। এই সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাথলেটিক্স ফেডারেশন ইমরানুরকে মোট ১৫ লাখ টাকার চেক দিয়েছে। এর মধ্যে দশ লাখ টাকা ফেডারেশনের নিজস্ব ফান্ড থেকে বাকি পাঁচ লাখ দিয়েছে এনআরবিসি ব্যাংক। ইমরানুরের পাশাপাশি অ্যাথলেটিক্স ফেডারেশনকেও পাঁচ লাখ টাকা দিয়েছে এনআরবিসি ব্যাংক। 

অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন সভাপতি হয়েছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। আজকের সংবর্ধনা অনুষ্ঠানের ক্ষণকে তিনি অ্যাথলেটিক্সে ঝলমলে সন্ধ্যা হিসেবে আখ্যায়িত করেছেন। বলেন, ‘ইমরান ইতিহাস সৃষ্টি করেছেন। আজ যারা এখানে আছেন তারাও ইতিহাসের অংশ। এ রকম উপলক্ষ্য অ্যাথলেটিক্সে আর কখনো হয়নি’। বলতে গেলে বাংলাদেশের অ্যাথলেটিক্সে দারুণ এক সন্ধ্যাই ছিল আজ। সাবেক অনেক তারকা অ্যাথলেট দূর দূরান্ত থেকে ছুটে এসেছিলেন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। 

অ্যাথলেটিক্স ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম ৫০ বছরের বেশি সময় অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত। বাংলাদেশ অ্যাথলেটিক্সের বিশেষ ক্ষণ হিসেবে আখ্যায়িত করলেন তিনিও,‘সেই স্বাধীনতার সময় থেকে অ্যাথলেটিক্সের সঙ্গে আছি। ফেডারেশনেও নানা পদে নানা সময়ে যুক্ত ছিলাম। তবে আজকের দিনটি সম্পূর্ণই আলাদা এবং এর কৃতিত্ব পুরোটাই ইমরানের।’

যাকে নিয়ে অনুষ্ঠান সেই ইমরানও বেশ রোমাঞ্চিত,‘খুব ভালো লাগছে আমার জন্য এমন একটি অনুষ্ঠান আয়োজন হলো’। অ্যাথলেটিক্স ফেডারেশন ইমরানের হাতে ১৫ লাখ টাকার মতো তুলে দিয়েছে। এক বছর কোচ, অনুশীলন, ফুডিং ও তার পরিবার ব্যয়ের জন্য প্রয়োজন ৬০-৬৫ হাজার পাউন্ড। এর পাঁচ ভাগের এক ভাগ পেয়েই খুশি ইমরান,‘পরিবার ও খেলার জন্য আমার ৬০-৬৫ হাজার পাউন্ড লাগে। আজ কিছু পেলাম, ফেডারেশন, অলিম্পিক আশ্বাস দিয়েছে আশা করি বাকিটাও হবে’। 

অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ইমরানুর রহমানকে বাংলাদেশের দূত হিসেবে তৈরি করতে চান। তৃণমূলে অ্যাথলেটিক্সের বার্তা পৌঁছানোর পরিকল্পনা তাকে দিয়ে। এই বিষয়টি উপভোগ করলেও নিজের খেলাতেই মনোযোগ রাখতে চান ইমরানুর,‘নতুন যারা আছে তাদের আমি ইউনিক তথ্য দিয়ে সাহায্য করতে পারব। তবে আমার খেলাতেই বেশি মনোযোগ থাকবে’। 

অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি প্রধানমন্ত্রীর মূখ্য সচিব। ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের উৎসাহ প্রদান করেন। ইমরানুরকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার চেষ্টা করবেন ফেডারেশনের সভাপতি।  ইমরানুর অ্যাথলেটিক্সের ইতিহাস গড়লেও পুরো ক্রীড়াঙ্গনই গর্বিত। তাই ইমরানুরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারত্তোলন ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থাসহ নানা ফেডারেশন। 

এজেড/এফআই