যুব গেমসে তৃতীয় দিনের খেলা সম্পন্ন
শেখ কামাল দ্বিতীয় যুব বাংলাদেশ গেমসে আজ ছিল তৃতীয় দিন। এদিন বেশ কয়েকটি ইভেন্টের খেলা সম্পন্ন হয়েছে। দিনের খেলায় হ্যান্ডবলে রংপুর, তায়কোয়ান্দোতে চট্টগ্রাম এবং দাবায় সেরা হয়েছেন ঢাকার প্রতিযোগীরা।
দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো হলো-
বিজ্ঞাপন
হ্যান্ডবল : মঙ্গলবার শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে যুব গেমসের হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তরুণী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। ফাইনালে তারা ৩০-১৭ গোলে ঢাকাকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেয়।
তায়কোয়ান্দো : জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে তিন দিনব্যাপী তায়কোয়ান্দো খেলার ফাইনাল পর্ব শেষ হয়েছে। এতে ১০টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম। ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ জিতে ঢাকা রানার্সআপ হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। এসময় গেমস মিডিয়া কমিটির সদস্য সচিব সিরাজুদ্দিন মো. আলমগীর, ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন।
দাবা : দ্বিতীয় যুব গেমসের দাবা ডিসিপ্লিনে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ঢাকা বিভাগ। তরুণ বিভাগে পাঁচটি ইভেন্টের মধ্যে পাঁচটিতেই স্বর্ণপদক পেয়েছে তারা। রৌপ্য পদকজয়ী রাজশাহী বিভাগ ৩টিতে জয় এবং ১টি করে ড্র ও হার দেখেছে। ব্রোঞ্জজয়ী সিলেট বিভাগ ২টি করে জয় ও ড্র এবং ১টি খেলায় হেরেছে।
অন্যদিকে, তরুণীদের বিভাগে ঢাকা বিভাগ ৫ খেলার সবকটিতেই স্বর্ণ জিতেছে। রাজশাহী বিভাগ ৩টিতে জয় এবং ১টি করে খেলায় ড্র ও হারে রৌপ্য জয়ে করে। ৩টিতে জয় এবং ১টি করে খেলায় ড্র ও হেরে ব্রোঞ্জ জেতে চট্টগ্রাম।
এ ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
হকি : তরুণী বিভাগে হকির ফাইনালে উঠেছে চট্টগ্রাম ও খুলনা। মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শ্যুট আউটে চট্টগ্রাম ৪-৩ গোলে রাজশাহী বিভাগকে হারায়। এর আগে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় গোলশূন্য ড্র-তে।
আরেক সেমিফাইনালে ঢাকাকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে খুলনা বিভাগ।
ভারোত্তোলনে রেকর্ড : ভারোত্তোলনে ৩ ইভেন্টে আরও নতুন ৯টি রেকর্ড করেছে শাম্মী সুলতানা, মো. সোহান ও জয়দেব রায়। তরুণী বিভাগে ৫৫ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের শাম্মী সুলতানা স্ন্যাচে ৫০ ও ক্লিন অ্যান্ড জার্কে ৬২ মিলিয়ে ১১২ কেজি উত্তোলন করেন। যার মাধ্যমে তিনটি নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতেন তিনি।
তরুণ বিভাগের ৬১ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের মো. সোহান স্ন্যাচে ৯২ ও ক্লিন অ্যান্ড জার্ক ৯৭ কেজি মিলিয়ে ১৮৭ কেজি তুলে ৩টি নতুন রেকর্ড গড়ে স্বর্ণ জিতে নেন।
তরুণদের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রংপুর বিভাগের জয়দেব রায় স্ন্যাচে ৯০ ও ক্লিন অ্যান্ড জার্ক ১১৫ এবং মোট ২০৫ কেজি তুলে ৩টি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেন।
এজেড/এএইচএস/এফকে