চাইনিজ তাইপে চলমান এশিয়া কাপ আরচ্যারিতে আজ (১৮ মার্চ) ছিল দলগত ইভেন্টের খেলা। রিকার্ভ, কম্পাউন্ড নারী ও পুরুষ দলগত ৪ ইভেন্টের মধ্যে বাংলাদেশ শুধু রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে অংশ নিয়েছে। আজ সকালে অনুষ্ঠিত সেই ইভেন্টে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। 

ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত। দেশটির প্রতিযোগিদের সঙ্গে প্রথম দুই সেট হেরেছিলেন সাগর, রুবেল ও রাম কৃষ্ণ। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনে বাংলাদেশ। ৪-৪ সমতা হওয়ায় ম্যাচ টাইব্রেকে গড়ায়। শ্যুট অফে ভারতের তিন আরচ্যার করেন ২৮ স্কোর। বাংলাদেশের তিন জন করেন ২৭। এক স্কোর বেশি করায় ভারত ফাইনালে উঠে যায়। 

টাইব্রেকে হেরে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলকে ব্রোঞ্জের জন্য লড়তে হবে। আগামীকাল রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের দুই আরচ্যার রুবেল ও দিয়া ব্রোঞ্জের জন্য খেলবেন। রিকার্ভ মিশ্র বিভাগে তারা লড়বেন স্বর্ণের জন্য। সবমিলিয়ে আগামীকাল বাংলাদেশ মোট চারটি পদকের জন্য লড়বে। 

এজেড/এএইচএস