ছবি: সংগৃহীত

ভারতে বিশ্বকাপ শ্যুটিং প্রতিযোগিতা চলছে। গতকাল মিশ্র বিভাগের পর আজ ছিল ব্যক্তিগত ইভেন্টের খেলা। নারী ও পুরুষ উভয় ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশ চূড়ান্ত পর্বে উঠতে পারেনি।

১০ মিটার এয়ার রাইফেলে কামরুন নাহার কলির উপরই প্রত্যাশা ছিল বেশি। কিন্তু কলি এবার ব্যর্থ হয়েছেন। ৬২৭ স্কোর করে ১৯ তম হয়েছেন এই শুটার। ৬২৬.৬ ও ৬২৪.৮ স্কোর করে শায়েরা ও নাফিসা তাবাসসুম যথাক্রমে ২১ ও ২৭ তম হয়েছেন। এই ইভেন্টে ৫২ প্রতিযোগীর এন্ট্রি ছিল। 

পুরুষ ইভেন্টে বাংলাদেশের তিন শুটার রবিউল, মুন্না ও অর্ণব যথাক্রমে ২১,২৪ ও ২৬ তম অবস্থান অর্জন করেন। এই ইভেন্টেও ৫২ জনের এন্ট্রি ছিল। 

গতকাল ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র বিভাগে বাংলাদেশের কলি ও রাব্বি হাসান মুন্না জুটি ৬২৬ স্কোর করে ১৪ তম স্থান অর্জন করেছিল। তাবাসসুম নাতাশা ও রবিউল ইসলাম ৬২৩.৪ স্কোর গড়ে ১৮ তম অবস্থান করেছিল। মিশ্র বিভাগের চেয়ে ব্যক্তিগত ইভেন্টের প্রত্যাশা ছিল বেশি। কিন্তু উভয় ইভেন্টে চূড়ান্ত পর্বে যেতে ব্যর্থ হন শুটাররা। 

এজেড/এইচজেএস