নরওয়েতে ফাহাদ, ভারতে রাজীবদের জয়
নরওয়ের অসলো শহরে চলমান ফাজারনেস আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জয় পেয়েছেন। তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের ফিদে মাস্টার মহিতোষ দেকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ খেলায় ২ পয়েন্ট পেয়েছেন।
আজ চতুর্থ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সুইডেনের আন্তর্জাতিক মাস্টার জুং মিন সিও-র সঙ্গে খেলছেন। ২২ টি দেশের ১৩ জন গ্র্যান্ডমাস্টার, ২১ জন আন্তর্জাতিক মাস্টার, ৩ জন মহিলা গ্র্যান্ড মাস্টার ও ১ জন মহিলা আন্তর্জাতিক মাস্টার এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।
বিজ্ঞাপন
অন্যদিকে, ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে চলমান ১ম মেয়র’স ট্রফি ইন্দোর আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৬ খেলায় সাড়ে তিন পয়েন্ট, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ৩ পয়েন্ট করে পেয়েছেন।
ষষ্ঠ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ভারতের দায়েভিক ওয়াদাভানকে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ভারতের অক্ষয় মধূসুধুনানকে ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ভারতের আয়ার অরবিন্দকে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের ওম নাগনাথ লেমকানের কাছে হেরে যান।
বিজ্ঞাপন
এজেড/এফআই