বাবা-ছেলে যৌথভাবে শীর্ষে
বিশ্বকাপ দাবার বাছাইয়ে বঙ্গবন্ধু এশিয়ান জোন দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগের চতুর্থ রাউন্ড শেষ হয়েছে। এতে সাড়ে তিন পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শীর্ষে রয়েছেন। তিন রাউন্ড পর্যন্ত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার যৌথভাবে শীর্ষে ছিলেন। চতুর্থ রাউন্ডে ছেলের সঙ্গে শীর্ষে উঠেছেন বাবা জিয়াউর রহমানও।
চতুর্থ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গে ড্র করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশানের সঙ্গে ড্র করলেও, শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান নেপালের ফিদে মাস্টার রুপেস জসওয়ালকে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেককে, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস মো. সাজিদুল হককে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ মো. আবজিদ রহমানকে এবং ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান মো. আবু হানিফকে পরাজিত করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন >> দাবায় জীবন, দাবায় সংসার
তিন পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন- গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার মো. তৈয়বুর রহমান, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, শফিক আহমেদ ও শ্রীলংকার ফিদে মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান।
বিজ্ঞাপন
অপরদিকে মহিলা বিভাগের চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের মহিলা ফিদে মাস্টার নাজারানা খান ইভা সাড়ে তিন পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ও ওয়াদিফা আহমেদ তিন পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।
এজেড/এএইচএস