ড্র করে শীর্ষস্থান হারালেন বাবা-ছেলে
ছবি: সংগৃহীত
গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া দুই জনই মিলিতভাবে শীর্ষস্থানে ছিলেন। আজ ষষ্ঠ রাউন্ডে বাবা-ছেলে মুখোমুখি হয়েছিলেন। গ্র্যান্ডমাস্টার জিয়া সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার তাহসিনের ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ১০ চালের মাথায় ড্র করেন। বাবা-ছেলের দ্বৈরথ অধিকাংশ সময়ই ড্র হয়। আজকের এই ড্রয়ের ফলে দুইজনই গত দুই দিন মিলিতভাবে থাকা শীর্ষ স্থান হারিয়েছেন।
বিশ্বকাপ দাবা বাছাইয়ে বঙ্গবন্ধু এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ড পাঁচ পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও শ্রীলংকার ফিদে মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া,ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ দ্বিতীয় স্থানে রয়েছেন।
বিজ্ঞাপন
ওপেন বিভাগের ষষ্ঠ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার রাজীব আন্তর্জাতিক মাস্টার মিনহাজকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার রাজীব কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ৬২ চালে আন্তর্জাতিক মাস্টার মিনহাজকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ফিদে মাস্টার সুব্রতকে পরাজিত করেন। ফিদে মাস্টার ফাহাদ কালো ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার সুব্রত’র ক্যাটালান ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৬ চালে জয়ী হন। ফিদে মাস্টার দিলশান সাদা ঘুঁটি নিয়ে ফিদে মাস্টার পরাগের শ্লাভ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৪ চালের মাথায় জয়ী হন।
অপরদিকে মহিলা বিভাগের ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার নাজারানা খান ইভা দ্বিতীয় স্থানে রয়েছেন।
বিজ্ঞাপন
ওপেন ও মহিলা বিভাগের সপ্তম রাউন্ডের খেলা আগামীকাল শুরু হবে।
এজেড/এইচজেএস