একই দিনে হারালেন ও হারলেন ফাহাদ
ভিয়েতনামের হ্যানয়ে হ্যানয় গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ খেলায় ৩ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। একই পজিশনে ফাহাদের সঙ্গে রয়েছেন স্বাগতিক আন্তর্জাতিক মাস্টার দাও মিন নিহাত।
আজ (বুধবার) তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ফাহাদ দুই গ্র্যান্ডমাস্টারের মুখোমুখি হয়েছিলেন। এক গ্র্যান্ডমাস্টারকে হারালেও আরেক গ্র্যান্ডমাস্টারের বিপক্ষে হেরে গেছেন। গত সপ্তাহে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে ফাহাদ তিন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছিলেন।
বিজ্ঞাপন
তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের গ্র্যান্ড মাস্টার সোয়ামস মিশ্রাকে পরাজিত করেন। ফাহাদ কালো ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার মিশ্রার সঙ্গে সেমি-শ্লাভ ডিফেন্স পদ্ধতিতে খেলে ৩৪ চালে জয়ী হন। বিকেলে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ইন্দোনেশিয়ার গ্র্যান্ড মাস্টার নবেন্দ্র প্রিয়াসমোরোর কাছে হেরে যান। ফাহাদ কালো ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার প্রিয়াসমোরোর রুই-লোপেজ ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫৯ চালের মাথায় হেরে যান।
আগামীকাল পঞ্চম রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভিয়েতনামের ফিদে মাস্টার নগো ডাক ট্রাইয়ের সঙ্গে ও ষষ্ঠ রাউন্ডের ভারতের ক্যান্ডিডেট মাস্টার সোহাম কামত্রার সঙ্গে খেলবেন।
বিজ্ঞাপন
এজেড/এফআই