ছবি: সংগৃহীত

কাজাখস্তানের আলমাতি শহরে অনুষ্ঠিত এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ২৫তম এবং আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪৩তম স্থান অর্জন করেছেন। ৯ খেলায় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৫ পয়েন্ট ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে চার পয়েন্ট অর্জন করেন। মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৯ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ২৭তম হয়েছেন। 

ওপেন বিভাগের শেষ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব কাজাখস্তানের গ্র্যান্ড মাস্টার কাশগালিয়েভ মুরটাসের সাথে ড্র এবং আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান কাজাখস্তানের ফিদে মাস্টার মামেদভ এডগারের কাছে হেরে যান। মহিলা বিভাগে মহিলা ফিদে মাস্টার নোশিন তুর্কমেনিস্তানের মহিলা ফিদে মাস্টার ওভেজদুরদিয়েভা জেমিলের সাথে ড্র করেন। 

ওপেন বিভাগে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভখিদভ শামসুদ্দিন ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও মহিলা বিভাগে ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার দিব্যা দেশমূখ সাড়ে সাত পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন।
ওপেন বিভাগে ১৭ টি দেশের ১৬ জন গ্র্যান্ড মাস্টার, ২২ জন আন্তর্জাতিক মাস্টার ও ১৪ জন ফিদে মাস্টারসহ ৮৮ জন খেলোয়াড় এবং মহিলা বিভাগে ১৩ টি দেশের ৬ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ৯ জন আন্তর্জাতিক মহিলা মাস্টার, ১ জন ফিদে মাস্টার ও ৫ জন মহিলা ফিদে মাস্টারসহ ৩৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
এজেড/এইচজেএস