শহীদ ক্যাপ্টেন (অব.) মনসুর আলী স্টেডিয়ামে হ্যান্ডবল সংশ্লিষ্টদের আনাগোনা সব সময়ই থাকে। আজ (রোববার) সকালে একটু বেশিই ছিল। ঢাকা মেরিনার ইয়াংস নারী হ্যান্ডবল লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে। 

চার বছর পর নারী লিগ আয়োজন হলেও তাদের শিরোপা জয়ে কোনো ছেদ পড়েনি। ক্লাবের লোগো ছোটো আকারে হাতে উড়িয়ে উদযাপন করছিলেন সবাই। ব্যান্ড পার্টির ব্যবস্থাও ছিল। শব্দের তালে আনন্দ-উৎসব হয়েছে ভালোই। 

চার বছর পর হলেও লিগের পরিবর্তে টুর্নামেন্টের আদলেই হয়েছে প্রতিযোগিতা। অন্য সব দলের চেয়ে ঢাকা মেরিনার ইয়াংস ভালো দল গড়েছিল। তাই শিরোপা পাওয়া ছিল তাদের জন্য সময়ের অপেক্ষা। ভারতের জাতীয় দলের তিন খেলোয়াড় আনার পাশাপাশি ভারতের কোচও এনেছে। ভারত নারী দলের প্রধান কোচ শচীন চৌধুরী মেরিনারকে শিরোপা জিতিয়ে বলেন, ‘বাংলাদেশে ভালো মানের খেলোয়াড় রয়েছে। শুনলাম চার বছর পর লিগ হয়েছে। নিয়মিত লিগ হলে নারী হ্যান্ডবলও অগ্রগতি হবে।’ 

ভারত হ্যান্ডবলে আন্তর্জাতিক পর্যায়ে অবস্থান করছে। বাংলাদেশ অনেকটা পিছিয়ে এর কারণ সম্পর্কে ভারতের হ্যান্ডবলের এই কিংবদন্তি বলেন, ‘ ভারতে খেলোয়াড়দের ভবিষ্যতের নিশ্চয়তা রয়েছে। তারা হ্যান্ডবলের মাধ্যমে চাকুরি পায়। বাংলাদেশে এটি নেই। ভবিষ্যতের নিশ্চয়তা না থাকলে খেলোয়াড়রা এখানে আসবে না।’

নারী হ্যান্ডবলে আগে আবাহনী-মোহামেডান মাঝে মধ্যে অংশগ্রহণ করত। দেশের শীর্ষ ক্লাবগুলো এখন আর সেভাবে আসে না। ফলে ফেডারেশনও নিয়মিত লিগ আয়োজন করতে পারে না। এর প্রভাব পড়ে জাতীয় নারী দলে। চার বছর পর হওয়া নারী হ্যান্ডবল লিগে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল।

এজেড/এফআই