ক্লাবগুলোর অপেক্ষা শুধু কোর্টের
ক্যাসিনো কান্ডের পর মতিঝিল ক্লাব পাড়ার পাঁচটি ক্লাবে তালা। প্রায় সাড়ে তিন বছর তালাবদ্ধ থাকার পর আলোর মুখ দেখতে যাচ্ছে ক্লাবগুলো। গত সপ্তাহে র্যাবের মহাপরিচালকের সঙ্গে বৈঠকের পর আজ র্যাবের অন্য দুই কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন ক্লাব কর্তারা। এই বৈঠকের পর আরও আলোর রেখা ফুটে উঠেছে।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল গাফফার বলেন, ডিজি মহোদয় দুই জন কর্মকর্তাকে ক্লাব সংশ্লিষ্ট বিষয় দায়িত্ব দিয়েছিলেন। আজ তাদের সঙ্গেই আমাদের বৈঠক ছিল। আজকের বৈঠকে তারা আমাদের জানিয়েছেন পুলিশসহ আরো সংশ্লিষ্ট সংস্থামূলক ক্লাব খোলার ব্যাপারে ইতিবাচক অবস্থানে।'
বিজ্ঞাপন
১ জুলাই ক্লাবগুলো খোলার সম্ভাবনা ছিল। সেটি খানিকটা পিছিয়ে যাচ্ছে বলে জানালেন আব্দুল গাফফার , 'আমরা আইনগত ভাবেই সব কিছু করতে চাই। র্যাবও এমন নির্দেশনা দিয়েছে। কিছু ক্লাবে ম্যাজিস্ট্রেটরা তালা দিয়েছে। সেগুলো খোলার জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করতে হবে।'
ঈদের আগে আর কর্মদিবস নেই। ঈদের পরপরই ক্লাবগুলো কোর্টে তালা খোলার আবেদন করবে। কোর্টের অনুমতি মিললেই আর কোনো বাধা থাকবে না। কোর্ট থেকেও ইতিবাচক ফল আশার অপেক্ষায় ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গরা, 'কোর্টে আবেদন করলে এর শুনানি হতে পারে। সেক্ষেত্রে আমরা অবস্থান তুলে ধরব। আশা করি কোর্ট থেকে নো অবজেকশন পেলে আর কোনো বাধাই থাকবে না' বলেন আব্দুল গাফফার।
বিজ্ঞাপন
এজেড/এফআই