জাতীয় নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই জ্বালাও-পোড়াও চলছে। বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ পুলিশ। এত ব্যস্ততার মধ্যেও আজ দুপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু দ্বিতীয় দক্ষিণ এশিয়া স্যাম্বো-কুরাশ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসেছিলেন আইজিপি চৌধুরি আব্দুল্লাহ আল মামুন। 

উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাব দেন আইজিপি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর তিনি কাবাডি নিয়েও কথা বলেছেন। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতির দায়িত্বও পালন করেন আব্দুল্লাহ আল মামুন। 

এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় ডিসিপ্লিন কাবাডি। এবার হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ কাবাডিতে পদক অর্জন করতে পারেনি। এশিয়াডে পদক না পাওয়া এবং সামনে পুনরুদ্ধার প্রসঙ্গে কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজিপি বলেন, ‘আমরা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করছি। হয়তো আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কিন্তু কাছাকাছি গিয়েছি। খেলাধুলার প্রতিযোগিতায় আমরা যে পিছিয়ে আছি সেটা বলা যাবে না। আমরা এগিয়েছি, তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না।’

কাবাডির মান উন্নয়নের ব্যাপারে রূপরেখাও করেছে কাবাডি ফেডারেশন। সেই ব্যাপারে আলোকপাত করে ফেডারেশনের সভাপতি বলেন, ‘ইতোমধ্যে দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন করেছি। আগামী দিনে কাবাডি খেলার মানকে উন্নত করার জন্য সারা দেশ থেকে যুব কাবাডির ১ লাখ খেলোয়াড়ের মধ্য থেকে ট্যালেন্ট হান্ট করে ১০০ পুরুষ ১০০ মহিলা চিহ্নিত করছি। তাদের দেশ বিদেশে প্রশিক্ষণ দিচ্ছি।’ 

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। সেই কাবাডির মান আন্তর্জাতিক পরিমন্ডলে আরও সুদৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করে সভাপতি বলেন, ‘কাবাডিকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনেও আমরা ভালো করতে পারব। আপনারা দোয়া করবেন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।’

স্যাম্বো-কুরাশ প্রতিযোগিতার উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিএমপি কমিশনার এবং কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এজেড/এএইচএস